ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে নবজাতকের কবর খুঁড়ে কঙ্কাল চুরি!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:২৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
  • / ২১ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকায় ২০২১ সালের ১৭ সেপ্টেম্বর প্রসূতি শামছুন্নাহার সিমি একটি ছেলে সন্তানের জন্ম দেন। জন্মের পর শিশুটি অসুস্থ ছিল। ওই মাসের ১৯ সেপ্টেম্বর চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা কালীগঞ্জ পৌর কবরস্থানে তার দাফন করে। এরপর থেকে সময় পেলেই শামছুন্নাহার ছেলের কবর দেখকে যেতেন। গতকাল সোমবার বিকেলে পৌর কবরস্থানে ছেলের কবরের নিকটে গেলে কবরটি খুঁড়ে রাখা অবস্থায় দেখতে পান। এসময় তিনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে।
শামছুন্নাহার সিমির স্বামী জুবায়ের হোসেন জানান, জন্মের তিন দিন পর তার শিশু সন্তান মিরাজ আল মুহিদ মারা যায়। এরপর কালীগঞ্জ পৌর কবরস্থানে দাফন করা হয়। তিনি এখন ঢাকাতে অবস্থান করছেন। তার স্ত্রী সময় পেলে কবরটি দেখতে যায়। বিষয়টি সম্পর্কে তিনি কালীগঞ্জ পৌরসভার মেয়রসহ অনেককে মোবাইল ফোনে জানিয়েছেন। জুবায়ের হোসেন বলেন, ‘আমার সন্তানের কবর খুঁড়ে কঙ্কাল চুরি করা হয়েছে। যারা এই ঘৃণিত কাজ করেছে আমি তাদের শাস্তির চাই।’
কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম বলেন, ‘সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি আমি জেনেছি। এটি একটি দুঃখজনক ঘটনা। আগামীতে এ ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে পদক্ষেপ নেব।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কালীগঞ্জে নবজাতকের কবর খুঁড়ে কঙ্কাল চুরি!

আপলোড টাইম : ০৪:২৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকায় ২০২১ সালের ১৭ সেপ্টেম্বর প্রসূতি শামছুন্নাহার সিমি একটি ছেলে সন্তানের জন্ম দেন। জন্মের পর শিশুটি অসুস্থ ছিল। ওই মাসের ১৯ সেপ্টেম্বর চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা কালীগঞ্জ পৌর কবরস্থানে তার দাফন করে। এরপর থেকে সময় পেলেই শামছুন্নাহার ছেলের কবর দেখকে যেতেন। গতকাল সোমবার বিকেলে পৌর কবরস্থানে ছেলের কবরের নিকটে গেলে কবরটি খুঁড়ে রাখা অবস্থায় দেখতে পান। এসময় তিনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে।
শামছুন্নাহার সিমির স্বামী জুবায়ের হোসেন জানান, জন্মের তিন দিন পর তার শিশু সন্তান মিরাজ আল মুহিদ মারা যায়। এরপর কালীগঞ্জ পৌর কবরস্থানে দাফন করা হয়। তিনি এখন ঢাকাতে অবস্থান করছেন। তার স্ত্রী সময় পেলে কবরটি দেখতে যায়। বিষয়টি সম্পর্কে তিনি কালীগঞ্জ পৌরসভার মেয়রসহ অনেককে মোবাইল ফোনে জানিয়েছেন। জুবায়ের হোসেন বলেন, ‘আমার সন্তানের কবর খুঁড়ে কঙ্কাল চুরি করা হয়েছে। যারা এই ঘৃণিত কাজ করেছে আমি তাদের শাস্তির চাই।’
কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম বলেন, ‘সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি আমি জেনেছি। এটি একটি দুঃখজনক ঘটনা। আগামীতে এ ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে পদক্ষেপ নেব।’