ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কার্পাসডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত ২

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:১৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩
  • / ২২ বার পড়া হয়েছে

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদার কার্পাসডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুজন গুরুতর জখম হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে কার্পাসডাঙ্গার কাস্টমমোড়ে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা জখম দুজনকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেয়। আহতরা হলেন কুড়ালগাছি ইউনিয়নের চাকুলিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে মিলন হোসেন (২৮) ও কার্পাসডাঙ্গা গ্রামের দেলোয়ার হোসেন দলুর ছেলে এসএসসি পরীক্ষার্থী সিফাত হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে মিলন বাইসাইকেল নিয়ে কাস্টমমোড়ে পৌঁছালে সিফাত মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিলে দুজনই গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে পাশের একটি ক্লিনিকে নেয়। তবে জখম গুরুতর হওয়ায় ক্লিনিক থেকে দুজনকেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জখম দুজনকে চিকিৎসা দেন। সেখান থেকে মোটরসাইকেল চালক সিফাত প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মিলনকে ভর্তি রাখেন চিকিৎসক। এদিকে, খবর পেয়ে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কার্পাসডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত ২

আপলোড টাইম : ০৪:১৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদার কার্পাসডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুজন গুরুতর জখম হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে কার্পাসডাঙ্গার কাস্টমমোড়ে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা জখম দুজনকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেয়। আহতরা হলেন কুড়ালগাছি ইউনিয়নের চাকুলিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে মিলন হোসেন (২৮) ও কার্পাসডাঙ্গা গ্রামের দেলোয়ার হোসেন দলুর ছেলে এসএসসি পরীক্ষার্থী সিফাত হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে মিলন বাইসাইকেল নিয়ে কাস্টমমোড়ে পৌঁছালে সিফাত মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিলে দুজনই গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে পাশের একটি ক্লিনিকে নেয়। তবে জখম গুরুতর হওয়ায় ক্লিনিক থেকে দুজনকেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জখম দুজনকে চিকিৎসা দেন। সেখান থেকে মোটরসাইকেল চালক সিফাত প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মিলনকে ভর্তি রাখেন চিকিৎসক। এদিকে, খবর পেয়ে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করে।