ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৩২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
  • / ১৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাশিপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে। দুর্ঘটনায় আহত এলাঙ্গী গ্রামের রুবেলের স্ত্রী রিমা খাতুন (২৫) গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্যদিকে ফল ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার আল আমিনকে গত বৃহস্পতিবার ঢাকায় নেওয়ার পথে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। এর আগে কালীগঞ্জের বলাকান্দা গ্রামের শাহিনের মেয়ে খুকুমণি খাতুন (৭), কোটচাঁদপুরের এলাঙ্গী গ্রামের রুবেল হোসেনের দেড় বছর বয়সী ছেলে রাফান হোসেন ও তার নানি তোরাব আলীর স্ত্রী শিউলী খাতুন (৫০), কালীগঞ্জের শাহপুর ঘিঘাটি এলাকার সোবাহান মন্ডলের ছেলে ভ্যানচালক সোলেমান হোসেন (৬০) ও কালীগঞ্জ উপজেলার ত্রীলোচনপুর ইউনিয়নের মধুপুর গ্রামের টিটো শেখ নিহত হয়। এই দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছে। এরা হলো খুকুমণি, রাফান ও তার মা রিমা খাতুন এবং রিমার শাশুড়ি শিউলী খাতুন। নিহতরা সবাই ইঞ্জিনচালিত ভ্যানের যাত্রী ছিল বলে পুলিশ জানায়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের মো. রুবেলের স্ত্রী রিমা খাতুন ডাক্তার দেখাতে কোটচাঁদপুর যান। তার সঙ্গে ছিল সন্তান রাফান ও শাশুড়িসহ দুই শিশু। পথের মধ্যে ফল ব্যবসায়ী আল-আমিন ওই ভ্যানের যাত্রী হন। তারা কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের কাশিপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুসহ তিনজন এবং পরে যশোর হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়। একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনায় ওই পরিবারে চলছে শোকের মাতম।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মইন উদ্দীন সাতজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, এমন মর্মান্তিক দুর্ঘটনায় কোটচাঁদপুরবাসী ব্যাথিত হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭

আপলোড টাইম : ০৭:৩২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাশিপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে। দুর্ঘটনায় আহত এলাঙ্গী গ্রামের রুবেলের স্ত্রী রিমা খাতুন (২৫) গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্যদিকে ফল ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার আল আমিনকে গত বৃহস্পতিবার ঢাকায় নেওয়ার পথে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। এর আগে কালীগঞ্জের বলাকান্দা গ্রামের শাহিনের মেয়ে খুকুমণি খাতুন (৭), কোটচাঁদপুরের এলাঙ্গী গ্রামের রুবেল হোসেনের দেড় বছর বয়সী ছেলে রাফান হোসেন ও তার নানি তোরাব আলীর স্ত্রী শিউলী খাতুন (৫০), কালীগঞ্জের শাহপুর ঘিঘাটি এলাকার সোবাহান মন্ডলের ছেলে ভ্যানচালক সোলেমান হোসেন (৬০) ও কালীগঞ্জ উপজেলার ত্রীলোচনপুর ইউনিয়নের মধুপুর গ্রামের টিটো শেখ নিহত হয়। এই দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছে। এরা হলো খুকুমণি, রাফান ও তার মা রিমা খাতুন এবং রিমার শাশুড়ি শিউলী খাতুন। নিহতরা সবাই ইঞ্জিনচালিত ভ্যানের যাত্রী ছিল বলে পুলিশ জানায়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের মো. রুবেলের স্ত্রী রিমা খাতুন ডাক্তার দেখাতে কোটচাঁদপুর যান। তার সঙ্গে ছিল সন্তান রাফান ও শাশুড়িসহ দুই শিশু। পথের মধ্যে ফল ব্যবসায়ী আল-আমিন ওই ভ্যানের যাত্রী হন। তারা কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের কাশিপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুসহ তিনজন এবং পরে যশোর হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়। একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনায় ওই পরিবারে চলছে শোকের মাতম।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মইন উদ্দীন সাতজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, এমন মর্মান্তিক দুর্ঘটনায় কোটচাঁদপুরবাসী ব্যাথিত হয়েছে।