ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে বৃদ্ধর মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩
  • / ১৪২ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শালিখা গ্রামে পান চোর সন্দেহে গণপিটুনিতে সূর্য্যমাল (৬২) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সূর্য্যমাল সিরাজগঞ্জ জেলার এনায়েনপুর উপজেলার মাধবপুর গ্রামের রামচন্দ্রমানের ছেলে। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, গত বুধবার সকালে বরজে ঢুকে পান পাতা তুলছিলেন সূর্য্যমাল। এ সময় গ্রামবাসী চোর সন্দেহে তাকে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেজোয়ান আহমেদ জানান, নিহত ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় বুধবার সকালে হাসপাতালে ভর্তি হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্ল্যা বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে। এদিকে পান চুরির মতো তুচ্ছ ঘটনায় একজনকে পিটিয়ে হত্যা করার ঘটনায় সমাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা সমালোচনা চলছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কালীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে বৃদ্ধর মৃত্যু

আপলোড টাইম : ০৯:০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শালিখা গ্রামে পান চোর সন্দেহে গণপিটুনিতে সূর্য্যমাল (৬২) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সূর্য্যমাল সিরাজগঞ্জ জেলার এনায়েনপুর উপজেলার মাধবপুর গ্রামের রামচন্দ্রমানের ছেলে। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, গত বুধবার সকালে বরজে ঢুকে পান পাতা তুলছিলেন সূর্য্যমাল। এ সময় গ্রামবাসী চোর সন্দেহে তাকে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেজোয়ান আহমেদ জানান, নিহত ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় বুধবার সকালে হাসপাতালে ভর্তি হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্ল্যা বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে। এদিকে পান চুরির মতো তুচ্ছ ঘটনায় একজনকে পিটিয়ে হত্যা করার ঘটনায় সমাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা সমালোচনা চলছে।