ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে ৮১ বোতল ফেনসিডিলসহ দুজন গ্রেপ্তার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:১৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • / ১৯ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
ঝিনাইদহ সদর উপজেলা থেকে ৮১ বোতল ফেনসিডিলসহ মো. কুজনানাইট কিবরিয়া ওরফে সনেট (৩০) ও মো. শিহাব হোসেন (৩০) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ সদর উপজেলা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কুজনানাইট কিবরিয়া মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার দয়হাটা গ্রামের মো. আবুল কাশেমের ছেলে। আর শিহাব হোসেন একই উপজেলার হরপাড়া গ্রামের হামিদ শেখের ছেলে।

গতকাল বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৬। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে ঝিনাইদহ সদর উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে অভিযান পরিচালনা করে কুজনানাইট ও শিহাব হোসেন নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল, চারটি সিমকার্ড ও ৭ হাজার ১ শ টাকা উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধারকৃত মালামাল ও গ্রেপ্তার দুজনকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে ৮১ বোতল ফেনসিডিলসহ দুজন গ্রেপ্তার

আপলোড টাইম : ০৮:১৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩

সমীকরণ প্রতিবেদন:
ঝিনাইদহ সদর উপজেলা থেকে ৮১ বোতল ফেনসিডিলসহ মো. কুজনানাইট কিবরিয়া ওরফে সনেট (৩০) ও মো. শিহাব হোসেন (৩০) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ সদর উপজেলা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কুজনানাইট কিবরিয়া মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার দয়হাটা গ্রামের মো. আবুল কাশেমের ছেলে। আর শিহাব হোসেন একই উপজেলার হরপাড়া গ্রামের হামিদ শেখের ছেলে।

গতকাল বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৬। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে ঝিনাইদহ সদর উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে অভিযান পরিচালনা করে কুজনানাইট ও শিহাব হোসেন নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল, চারটি সিমকার্ড ও ৭ হাজার ১ শ টাকা উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধারকৃত মালামাল ও গ্রেপ্তার দুজনকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।