ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুরি করতে গিয়ে ধরা পড়ে গণধোলাই খেলো চোর

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:১২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • / ৬৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
গায়ে তেল মেখে গত মঙ্গলবার দিবাগত রাতে চুরি করতে আসেন রাসেল। গৃহকর্তা সাইদুর রহমান চোরের উপস্থিতি টের পেয়ে যান। শুরু হয় ধস্তাধস্তি। শরীরে তেল মাখার কারণে চোর রাসেলকে কোনোভাবেই আটকে রাখতে পারছিলেন না। একপর্যায়ে চোর গৃহকর্তা সাইদুরকে নাকে মুখে ঘুষি মেরে জখম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এর মধ্যে বাড়ির লোকজন ও গ্রামবাসী সজাগ হয়ে চোর রাসেলকে ধরে গণধোলাই দেয়। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিডনের বংকিরা গ্রামে। চোর রাসেল চোরকোল গ্রামের মনোয়ার হোসেন ধাপকের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম মনসাদ বলেন, বংকিরা গ্রামে ইদ্রিস লস্করের ছেলে সাইদুর লস্করের বাড়িতে রাসেল মঙ্গলবার গভীর রাতে চুরি করতে প্রবেশ করেন। চোর ঘরের ছাদ বেয়ে মধ্যে ঢুকে টাকা ও ড্রেসিং টেবিলের তালা খুলে মালামাল চুরি করতে থাকে। এসময় চোরের উপস্থিতি পেয়ে পেছন থেকে পাজা করে ধরে সাইদুর। শুরু হয় ধস্তাধস্তি। একপর্যায়ে চোর রাসেল গৃহকর্তার হাতে কামড় দিয়ে নাকে মুখে কিলঘুষি মারতে থাকেন। টের পেয়ে বাড়ির অন্য সদস্যরা চোর রাসেলকে ধরে ফেলে।

গ্রামবাসী জানায়, রাসেল দিনের বেলায় কৃষিকাজসহ গরুর গাড়ি দিয়ে ধার টানেন। এ সুযোগে সে গৃহকর্তার খোঁজখবর নিয়ে রাতে চুরি করে। গ্রামবাসীর অভিযোগ, গত কয়েক মাসে বংকিরা গ্রামের মাঠ থেকে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার, নারীদের গহনা, ছাগল, গরু, বাইসাকেল, ভ্যানগাড়ি ও নগদ টাকা চুরি হয়েছে। এসব চুরির সঙ্গে রাসেল জড়িত থাকতে পারে বলে তাদের শঙ্কা। এ বিষয়ে বংকিরা পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা আজিম উদ্দীন বলেন, চুরির দায়ে আটক রাসেলকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুরি করতে গিয়ে ধরা পড়ে গণধোলাই খেলো চোর

আপলোড টাইম : ০৮:১২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩

ঝিনাইদহ অফিস:
গায়ে তেল মেখে গত মঙ্গলবার দিবাগত রাতে চুরি করতে আসেন রাসেল। গৃহকর্তা সাইদুর রহমান চোরের উপস্থিতি টের পেয়ে যান। শুরু হয় ধস্তাধস্তি। শরীরে তেল মাখার কারণে চোর রাসেলকে কোনোভাবেই আটকে রাখতে পারছিলেন না। একপর্যায়ে চোর গৃহকর্তা সাইদুরকে নাকে মুখে ঘুষি মেরে জখম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এর মধ্যে বাড়ির লোকজন ও গ্রামবাসী সজাগ হয়ে চোর রাসেলকে ধরে গণধোলাই দেয়। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিডনের বংকিরা গ্রামে। চোর রাসেল চোরকোল গ্রামের মনোয়ার হোসেন ধাপকের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম মনসাদ বলেন, বংকিরা গ্রামে ইদ্রিস লস্করের ছেলে সাইদুর লস্করের বাড়িতে রাসেল মঙ্গলবার গভীর রাতে চুরি করতে প্রবেশ করেন। চোর ঘরের ছাদ বেয়ে মধ্যে ঢুকে টাকা ও ড্রেসিং টেবিলের তালা খুলে মালামাল চুরি করতে থাকে। এসময় চোরের উপস্থিতি পেয়ে পেছন থেকে পাজা করে ধরে সাইদুর। শুরু হয় ধস্তাধস্তি। একপর্যায়ে চোর রাসেল গৃহকর্তার হাতে কামড় দিয়ে নাকে মুখে কিলঘুষি মারতে থাকেন। টের পেয়ে বাড়ির অন্য সদস্যরা চোর রাসেলকে ধরে ফেলে।

গ্রামবাসী জানায়, রাসেল দিনের বেলায় কৃষিকাজসহ গরুর গাড়ি দিয়ে ধার টানেন। এ সুযোগে সে গৃহকর্তার খোঁজখবর নিয়ে রাতে চুরি করে। গ্রামবাসীর অভিযোগ, গত কয়েক মাসে বংকিরা গ্রামের মাঠ থেকে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার, নারীদের গহনা, ছাগল, গরু, বাইসাকেল, ভ্যানগাড়ি ও নগদ টাকা চুরি হয়েছে। এসব চুরির সঙ্গে রাসেল জড়িত থাকতে পারে বলে তাদের শঙ্কা। এ বিষয়ে বংকিরা পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা আজিম উদ্দীন বলেন, চুরির দায়ে আটক রাসেলকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।