ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চাল চুরির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:৪৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
  • / ১৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে হতদরিদ্র ও দুস্থদের জন্য সরকারের বরাদ্দকৃত ভিজিএফএ’র চাল জব্দের ঘটনায় মামলা হয়েছে। গত সোমবার রাতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান বাদী হয়ে তাহেরহুদা ইউপির চেয়ারম্যান মঞ্জুর রাশেদের নামে মামলা করেন। গত রোববার বিকেলে ওই ইউনিয়ন পরিষদের গোডাইন থেকে ৩৮ বস্তা (১ হাজার ৯০০ কেজি) ভিজিএফএ’র চাল জব্দ করা হয়। পিআইও মফিজুর রহমান বলেন, ‘গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তিনি ওই ইউপি কার্যালয়ে যান। পরিষদের গোডাউনে হতদরিদ্র ও দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফএ’র ৩৮ বস্তা চাল দেখতে পান। পরে সেগুলো জব্দ করে গোডাউন সিলগালা করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় গত সোমবার রাতে এ ঘটনায় মামলা করা হয়েছে।

জানা গেছে, তাহেরহুদা ইউনিয়নে ঈদের আগে দুস্থদের জন্য সরকার ৩৬ হাজার ১২০ কেজি ভিজিএফএ’র চাল বরাদ্দ দেয়। ৩ হাজার ৬১২ জন মানুষের তালিকা করে প্রত্যেকের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণের কথা ছিল। স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যান মঞ্জুর রাশেদ ভিজিএফএ’র সব চাল বিতরণ না করে ৩৮ বস্তা অসৎ উদ্দেশ্যে ইউপি কার্যালয়ের গোডাউনে রেখে দেন।

ইউপির সাবেক সদস্য ওহিদুল ইসলাম বলেন, ভিজিএফএ’র চাল কোনোক্রমেই বিতরণ না করে রেখে দেওয়ার কোনো নিয়ম নেই। ঈদের আগেই সেগুলো বিতরণ করতে হবে। কিন্তু চেয়ারম্যান ৩৮ বস্থা চাল আত্মসাতের জন্য রেখে দেন। ইউপি চেয়ারম্যান মঞ্জুর রাশেদ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ঈদের আগে দুস্থদের তালিকা করে চাল বিতরণ করা হয়েছে। অনেকে চাল নিতে আসেননি। মাস্টাররোলে তাদের নামের জায়গা ফাঁকা রয়েছে। কোনো অসৎ উদ্দেশ্যে এই চাল রাখা হয়নি। এটি আমার বিরুদ্ধে প্রতিপক্ষের ষড়যন্ত্র।’

হরিণাকুণ্ডু থানার পরিদর্শক (তদন্ত) আক্তারুজ্জামান লিটন বলেন, এ ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও সুস্মিতা সাহা বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুস্থদের জন্য সরকারের বরাদ্দকৃত ভিজিএফএ’র ৩৮ বস্তা চাল গত রোববার জব্দ করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় এ বিষয়ে একটি মামলা হয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চাল চুরির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

আপলোড টাইম : ০৩:৪৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে হতদরিদ্র ও দুস্থদের জন্য সরকারের বরাদ্দকৃত ভিজিএফএ’র চাল জব্দের ঘটনায় মামলা হয়েছে। গত সোমবার রাতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান বাদী হয়ে তাহেরহুদা ইউপির চেয়ারম্যান মঞ্জুর রাশেদের নামে মামলা করেন। গত রোববার বিকেলে ওই ইউনিয়ন পরিষদের গোডাইন থেকে ৩৮ বস্তা (১ হাজার ৯০০ কেজি) ভিজিএফএ’র চাল জব্দ করা হয়। পিআইও মফিজুর রহমান বলেন, ‘গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তিনি ওই ইউপি কার্যালয়ে যান। পরিষদের গোডাউনে হতদরিদ্র ও দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফএ’র ৩৮ বস্তা চাল দেখতে পান। পরে সেগুলো জব্দ করে গোডাউন সিলগালা করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় গত সোমবার রাতে এ ঘটনায় মামলা করা হয়েছে।

জানা গেছে, তাহেরহুদা ইউনিয়নে ঈদের আগে দুস্থদের জন্য সরকার ৩৬ হাজার ১২০ কেজি ভিজিএফএ’র চাল বরাদ্দ দেয়। ৩ হাজার ৬১২ জন মানুষের তালিকা করে প্রত্যেকের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণের কথা ছিল। স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যান মঞ্জুর রাশেদ ভিজিএফএ’র সব চাল বিতরণ না করে ৩৮ বস্তা অসৎ উদ্দেশ্যে ইউপি কার্যালয়ের গোডাউনে রেখে দেন।

ইউপির সাবেক সদস্য ওহিদুল ইসলাম বলেন, ভিজিএফএ’র চাল কোনোক্রমেই বিতরণ না করে রেখে দেওয়ার কোনো নিয়ম নেই। ঈদের আগেই সেগুলো বিতরণ করতে হবে। কিন্তু চেয়ারম্যান ৩৮ বস্থা চাল আত্মসাতের জন্য রেখে দেন। ইউপি চেয়ারম্যান মঞ্জুর রাশেদ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ঈদের আগে দুস্থদের তালিকা করে চাল বিতরণ করা হয়েছে। অনেকে চাল নিতে আসেননি। মাস্টাররোলে তাদের নামের জায়গা ফাঁকা রয়েছে। কোনো অসৎ উদ্দেশ্যে এই চাল রাখা হয়নি। এটি আমার বিরুদ্ধে প্রতিপক্ষের ষড়যন্ত্র।’

হরিণাকুণ্ডু থানার পরিদর্শক (তদন্ত) আক্তারুজ্জামান লিটন বলেন, এ ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও সুস্মিতা সাহা বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুস্থদের জন্য সরকারের বরাদ্দকৃত ভিজিএফএ’র ৩৮ বস্তা চাল গত রোববার জব্দ করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় এ বিষয়ে একটি মামলা হয়েছে।’