ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

অস্ত্র মামলায় জীবননগরের মধু মল্লিকসহ তিনজনের কারাদণ্ড

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:০৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
  • / ২৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কোটচাঁদপুরের বহুল আলোচিত রেজাউল পাঠানসহ তিনজনকে অস্ত্র মামলায় ২৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার ঝিনাইদহের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ মো. নাজিমুদ্দৌলা এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- কোটচাঁদপুর শহরের আদর্শপাড়ার মোমিন পাঠানের ছেলে মো. রেজাউল ইসলাম পাঠান, কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া গ্রামের মোশাররফ হোসেনের ছেলে মিলন ও চুয়াডাঙ্গাার জীবননগর উপজেলার কন্দর্পপুর গ্রামের নিয়ামত মল্লিকের ছেলে মধু মল্লিক।

আদালতের পিপি অ্যাডভোকেট ইসমাইল হোসেন জানান, ২০১৬ সালের ২৭ জুন রাতে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রেজাউল ইসলাম পাঠানের কোটচাঁদপুর শহরের আদর্শপাড়ার বাড়িতে কয়েকজন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী অস্ত্রসহ অবস্থান করছে। ওই রাতেই র‌্যাবের একটি দল তার বাড়িতে অভিযান চালিয়ে একটি রিভলবার, ৪০ রাউন্ড গুলি, ৫টি দেশীয় অস্ত্র, একসেট পুলিশের পোশাক, একটি ছোরা ও একটি কুড়াল উদ্ধার করে। সে সময় র‌্যাব আসামিদের হাতেনাতে গ্রেপ্তার করে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে কোটচাঁদপুর থানায় একটি মামলা করে। ওই মামলায় পুলিশ তদন্ত শেষে ২০১৬ সালের ১ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

ইসমাইল হোসেন আরও জানান, আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তেতে দোষী প্রমাণিত হওয়ায় অস্ত্র আইনের বিভিন্ন ধারায় আসামিদের প্রত্যেককে ২৪ বছর করে কারাদণ্ড প্রদান করেন। মাদক, অস্ত্র ও স্বর্ণ ব্যবসায়ী রেজাউল ইসলাম জামিন নিয়ে পলাতক রয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, রেজাউল পাঠান দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের সোনা, মাদক ও অস্ত্র চোরাচালান সিন্ডিকেটের গডফাদার হিসেবে পরিচিতি। ধীর্ঘদিন ধরে তিনি এ কাজের সঙ্গে জড়িত রয়েছেন। তিনি পুলিশের সোর্স পরিচয় দিয়ে নিজেই পুলিশের পোশাক পরে অভিযান পরিচালনা করতো বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছিলেন। অল্প দিনে তার কোটিপতি হওয়ার পেছনে রয়েছে চমকে দেওয়ার মতো সব চাঞ্চল্যকর তথ্য। এসব করতেন তিনি র‌্যাব ও পুলিশেরে সোর্স পরিচয় দিয়ে। ফলে ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পেত না। কেউ প্রতিবাদ করলেই তাকে ফেনসিডিল দিয়ে পুলিশে সোপর্দ করা হতো।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

অস্ত্র মামলায় জীবননগরের মধু মল্লিকসহ তিনজনের কারাদণ্ড

আপলোড টাইম : ০৮:০৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১ মে ২০২৩

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কোটচাঁদপুরের বহুল আলোচিত রেজাউল পাঠানসহ তিনজনকে অস্ত্র মামলায় ২৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার ঝিনাইদহের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ মো. নাজিমুদ্দৌলা এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- কোটচাঁদপুর শহরের আদর্শপাড়ার মোমিন পাঠানের ছেলে মো. রেজাউল ইসলাম পাঠান, কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া গ্রামের মোশাররফ হোসেনের ছেলে মিলন ও চুয়াডাঙ্গাার জীবননগর উপজেলার কন্দর্পপুর গ্রামের নিয়ামত মল্লিকের ছেলে মধু মল্লিক।

আদালতের পিপি অ্যাডভোকেট ইসমাইল হোসেন জানান, ২০১৬ সালের ২৭ জুন রাতে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রেজাউল ইসলাম পাঠানের কোটচাঁদপুর শহরের আদর্শপাড়ার বাড়িতে কয়েকজন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী অস্ত্রসহ অবস্থান করছে। ওই রাতেই র‌্যাবের একটি দল তার বাড়িতে অভিযান চালিয়ে একটি রিভলবার, ৪০ রাউন্ড গুলি, ৫টি দেশীয় অস্ত্র, একসেট পুলিশের পোশাক, একটি ছোরা ও একটি কুড়াল উদ্ধার করে। সে সময় র‌্যাব আসামিদের হাতেনাতে গ্রেপ্তার করে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে কোটচাঁদপুর থানায় একটি মামলা করে। ওই মামলায় পুলিশ তদন্ত শেষে ২০১৬ সালের ১ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

ইসমাইল হোসেন আরও জানান, আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তেতে দোষী প্রমাণিত হওয়ায় অস্ত্র আইনের বিভিন্ন ধারায় আসামিদের প্রত্যেককে ২৪ বছর করে কারাদণ্ড প্রদান করেন। মাদক, অস্ত্র ও স্বর্ণ ব্যবসায়ী রেজাউল ইসলাম জামিন নিয়ে পলাতক রয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, রেজাউল পাঠান দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের সোনা, মাদক ও অস্ত্র চোরাচালান সিন্ডিকেটের গডফাদার হিসেবে পরিচিতি। ধীর্ঘদিন ধরে তিনি এ কাজের সঙ্গে জড়িত রয়েছেন। তিনি পুলিশের সোর্স পরিচয় দিয়ে নিজেই পুলিশের পোশাক পরে অভিযান পরিচালনা করতো বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছিলেন। অল্প দিনে তার কোটিপতি হওয়ার পেছনে রয়েছে চমকে দেওয়ার মতো সব চাঞ্চল্যকর তথ্য। এসব করতেন তিনি র‌্যাব ও পুলিশেরে সোর্স পরিচয় দিয়ে। ফলে ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পেত না। কেউ প্রতিবাদ করলেই তাকে ফেনসিডিল দিয়ে পুলিশে সোপর্দ করা হতো।