ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে কৃষককে কুপিয়ে হত্যা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:১৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
  • / ১৯ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
মেহেরপুরের গাংনীতে জমি নিয়ে বিরোধের জেরে আলেহিম হোসেন (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার মটমুড়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মুকুলের ডিপের মাঠে তাকে হত্যা করা হয়। আলেহিম হোসেন একই গ্রামের আব্দুল গনির ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি ভ্যান চালাতেন।
আলেহিমের বড় বোন মোমেনা খাতুন বলেন, ‘ভাইয়ের জমি নিয়ে প্রতিবেশী কাদের আলী ও সাদু মণ্ডলের ছেলেদের সঙ্গে বিরোধ চলছিল। শুক্রবার সকালে চাচা আবুল হোসেনের ছেলে খলিলুর রহমান মাঠে যান। সেখানে ভাই দেখা করতে গিয়েছিলেন। এ সময় কাদের আলীর ছেলে সাইফুল ইসলাম, আব্দুল হান্নান, বাণ্টু, সাদুর ছেলে সেণ্টুসহ কয়েকজন জমি দখল করতে যান। তাদের বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে আলেহিম ও খলিলুর রহমানকে কুপিয়ে জখম করেন তারা। আমার ভাই ঘটনাস্থলেই মারা যান। আর খলিলুর রহমানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।’
এ বিষয়ে জানতে অভিযুক্তদের বাড়ি গিয়ে তাদের পাওয়া যায়নি। এ ঘটনার বিষয়ে তাদের পরিবারের সদস্যরা কথা বলতে রাজি হয়নি। এ ব্যাপারে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনীতে কৃষককে কুপিয়ে হত্যা

আপলোড টাইম : ০১:১৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩

সমীকরণ প্রতিবেদন:
মেহেরপুরের গাংনীতে জমি নিয়ে বিরোধের জেরে আলেহিম হোসেন (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার মটমুড়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মুকুলের ডিপের মাঠে তাকে হত্যা করা হয়। আলেহিম হোসেন একই গ্রামের আব্দুল গনির ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি ভ্যান চালাতেন।
আলেহিমের বড় বোন মোমেনা খাতুন বলেন, ‘ভাইয়ের জমি নিয়ে প্রতিবেশী কাদের আলী ও সাদু মণ্ডলের ছেলেদের সঙ্গে বিরোধ চলছিল। শুক্রবার সকালে চাচা আবুল হোসেনের ছেলে খলিলুর রহমান মাঠে যান। সেখানে ভাই দেখা করতে গিয়েছিলেন। এ সময় কাদের আলীর ছেলে সাইফুল ইসলাম, আব্দুল হান্নান, বাণ্টু, সাদুর ছেলে সেণ্টুসহ কয়েকজন জমি দখল করতে যান। তাদের বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে আলেহিম ও খলিলুর রহমানকে কুপিয়ে জখম করেন তারা। আমার ভাই ঘটনাস্থলেই মারা যান। আর খলিলুর রহমানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।’
এ বিষয়ে জানতে অভিযুক্তদের বাড়ি গিয়ে তাদের পাওয়া যায়নি। এ ঘটনার বিষয়ে তাদের পরিবারের সদস্যরা কথা বলতে রাজি হয়নি। এ ব্যাপারে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।