ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে তিন বাড়িতে অগ্নিকাণ্ড, ৯ লক্ষাধিক টাকার ক্ষতি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:২২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
  • / ৩১ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাসস্থান ও গবাদিপশু হারিয়েছে পাঁচটি পরিবার। এর মধ্যে অগ্নিকাণ্ডে পুড়ে ছায় হয়েছে তিনটি ঘর, তিনটি রান্নাঘর, দুটি গোয়ালঘর, তিনটি গরু, ১০টি ছাগল, নগদ টাকাসহ পাঁচটি পরিবারের প্রায় ৯ লক্ষাধিক টাকার মালামাল। গত রোববার বেলা একটার দিকে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষ্মী নারায়ণপুর গ্রামের পশ্চিমপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে তা পার্শ্ববর্তী ঘর, গোয়াল ও রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে বলে জানান স্থানীয়ারা।

গ্রামবাসী জানায়, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পর বাতাস থাকায় তা মুহূর্তের মধ্যে পাশের বাড়ি, গোয়ালঘর ও রান্নাঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের নম্বর না থাকায় কী করবে ভেবে ওঠার পূর্বেই আগুন সবকিছু পুড়িয়ে ফেলে। এ ঘটনায় পাঁচটি পরিবারের নগদ টাকাসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে।

অগ্নিকাণ্ডে সব হরিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। স্বাভাবিকভাবে পূর্বের মতো বেঁচে থাকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জেলা প্রশাসন, গাংনী উপজেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও কাথুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সহযোগিতা কামনা করেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনীতে তিন বাড়িতে অগ্নিকাণ্ড, ৯ লক্ষাধিক টাকার ক্ষতি

আপলোড টাইম : ০৭:২২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩

সমীকরণ প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাসস্থান ও গবাদিপশু হারিয়েছে পাঁচটি পরিবার। এর মধ্যে অগ্নিকাণ্ডে পুড়ে ছায় হয়েছে তিনটি ঘর, তিনটি রান্নাঘর, দুটি গোয়ালঘর, তিনটি গরু, ১০টি ছাগল, নগদ টাকাসহ পাঁচটি পরিবারের প্রায় ৯ লক্ষাধিক টাকার মালামাল। গত রোববার বেলা একটার দিকে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষ্মী নারায়ণপুর গ্রামের পশ্চিমপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে তা পার্শ্ববর্তী ঘর, গোয়াল ও রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে বলে জানান স্থানীয়ারা।

গ্রামবাসী জানায়, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পর বাতাস থাকায় তা মুহূর্তের মধ্যে পাশের বাড়ি, গোয়ালঘর ও রান্নাঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের নম্বর না থাকায় কী করবে ভেবে ওঠার পূর্বেই আগুন সবকিছু পুড়িয়ে ফেলে। এ ঘটনায় পাঁচটি পরিবারের নগদ টাকাসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে।

অগ্নিকাণ্ডে সব হরিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। স্বাভাবিকভাবে পূর্বের মতো বেঁচে থাকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জেলা প্রশাসন, গাংনী উপজেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও কাথুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সহযোগিতা কামনা করেছেন।