ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় যুবকের চোখ উপড়ে ফেলার অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৩১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
  • / ২১ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহের কালীগঞ্জে সাগর হোসেন (২৪) নামের এক যুবকের চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে কালীগঞ্জ শহরের ভুষন পাইলট স্কুল এলাকায় স্থানীয় ইবার আলীর ছেলে লিপু আঙুল ঢুকিয়ে সাগরের চোখ উপড়ে ফেলেন। সাগর কালীগঞ্জ পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকার রিকশাচালক বাবর আলীর ছেলে। তাদের বাড়ি কুষ্টিয়ায়।

স্থানীয়রা জানায়, নিশ্চিন্তপুর এলাকার রতন মিয়ার চাতালের পাশে নলকূপ স্থাপন নিয়ে লিপু এক মিস্ত্রিকে মারধর করেন। সাগর মারার কারণ জানতে চাইলে লিপু তার চোখ উপড়ে ফেলেন। পরে স্থানীয়রা সাগরকে উদ্ধার করে ঝিনাইদহ চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্রে নেয়। হাসপাতালের চিকিৎসক মো. আবু দাউদ (সিনিয়র প্যারামেডিক) জানান, সাগরের বাম চোখের ভেতর আঙুল ঢুকিয়ে গভীর ক্ষত তৈরি করা হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বড় ডাক্তার দেখাতে বলা হয়েছে।

এদিকে এ ঘটনা গোপন করতে সাগরকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় তথ্য গোপন করে। পুলিশের ঝামেলা এড়াতে হাসপাতালে বলা হয় পড়ে গিয়ে চোখের ভেতর কাঠি ঢুকে গেছে। এছাড়া হাসপাতালে পূর্ণাঙ্গ ঠিকানা রেকর্ড করা হয়নি। পরে সেখান থেকে সাগরকে ঝিনাইদহ চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্রে রেফার্ড করে।

ঝিনাইদহ চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্রে একটি সূত্রে জানা গেছে, সাগর ঝিনাইদহ চক্ষু হাসপাতালে আসার আগেই তাকে ভর্তি না রাখতে কালীগঞ্জের এক প্রভাবশালী জনপ্রতিনিধির ভাই ফোন করেন। ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা চালানো হচ্ছে। থানায় যাতে কোনো মামলা না হয়, সেই ব্যাপারে তদবির করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা বলেন, ‘আমি এখনো এমন কোনো ঘটনা শুনিনি।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় যুবকের চোখ উপড়ে ফেলার অভিযোগ

আপলোড টাইম : ০৭:৩১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩

ঝিনাইদহ অফিস:

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহের কালীগঞ্জে সাগর হোসেন (২৪) নামের এক যুবকের চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে কালীগঞ্জ শহরের ভুষন পাইলট স্কুল এলাকায় স্থানীয় ইবার আলীর ছেলে লিপু আঙুল ঢুকিয়ে সাগরের চোখ উপড়ে ফেলেন। সাগর কালীগঞ্জ পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকার রিকশাচালক বাবর আলীর ছেলে। তাদের বাড়ি কুষ্টিয়ায়।

স্থানীয়রা জানায়, নিশ্চিন্তপুর এলাকার রতন মিয়ার চাতালের পাশে নলকূপ স্থাপন নিয়ে লিপু এক মিস্ত্রিকে মারধর করেন। সাগর মারার কারণ জানতে চাইলে লিপু তার চোখ উপড়ে ফেলেন। পরে স্থানীয়রা সাগরকে উদ্ধার করে ঝিনাইদহ চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্রে নেয়। হাসপাতালের চিকিৎসক মো. আবু দাউদ (সিনিয়র প্যারামেডিক) জানান, সাগরের বাম চোখের ভেতর আঙুল ঢুকিয়ে গভীর ক্ষত তৈরি করা হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বড় ডাক্তার দেখাতে বলা হয়েছে।

এদিকে এ ঘটনা গোপন করতে সাগরকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় তথ্য গোপন করে। পুলিশের ঝামেলা এড়াতে হাসপাতালে বলা হয় পড়ে গিয়ে চোখের ভেতর কাঠি ঢুকে গেছে। এছাড়া হাসপাতালে পূর্ণাঙ্গ ঠিকানা রেকর্ড করা হয়নি। পরে সেখান থেকে সাগরকে ঝিনাইদহ চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্রে রেফার্ড করে।

ঝিনাইদহ চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্রে একটি সূত্রে জানা গেছে, সাগর ঝিনাইদহ চক্ষু হাসপাতালে আসার আগেই তাকে ভর্তি না রাখতে কালীগঞ্জের এক প্রভাবশালী জনপ্রতিনিধির ভাই ফোন করেন। ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা চালানো হচ্ছে। থানায় যাতে কোনো মামলা না হয়, সেই ব্যাপারে তদবির করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা বলেন, ‘আমি এখনো এমন কোনো ঘটনা শুনিনি।’