ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরের গাংনীতে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:২৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
  • / ২৪ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব সাহারবাটি সড়কে ব্যবসায়ী সাদ্দাম হোসেনকে কুপিয়ে মোটরসাইকেল, টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার তিনজন হলেন- গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের ফকির মন্ডলের ছেলে মোহাম্মদ নাজির হোসেন (৫৩), একই উপজেলার সাহারবাটি গ্রামের রফিকুল ইসলামের ছেলে দুলাল আলী (৩৫) এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর মধ্যপাড়ার রব্বান মন্ডলের ছেলে রবিউল ইসলাম (৩৮)। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পুলিশ সুপার বলেন, গত মঙ্গলবার দিবাগত রাতে গাংনী থানা-পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ ও সাইবার ক্রাইম ইউনিট যৌথ অভিযান চালিয়ে গাংনী উপজেলার সাহেবনগর, সাহারবাটি ও কুষ্টিয়ার মিরপুর উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করে। তাদের সবার বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইয়ের ৮ থেকে ৯টি করে মামলা রয়েছে। তাদের কাছে থেকে ডাকাতি হওয়া মোটরসাইকেল ও ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, বাঁশের লাঠি ও দড়ি উদ্ধার করা হয়েছে। এই ডাকাতির সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ সুপার।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে ব্যবসায়ী সাদ্দাম হোসেন ও তার বন্ধু লাভলু সাহারবাটি থেকে গাড়াডোর বাজারে দিকে যাওয়ার সময় হোগলডাঙ্গা মাঠে ডাকাতির শিকার হন। ডাকাতরা তাকে কুপিয়ে মোটরসাইকেল, টাকা ও মোবাইল ফোন নিয়ে চলে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুরের গাংনীতে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

আপলোড টাইম : ০৭:২৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩

সমীকরণ প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব সাহারবাটি সড়কে ব্যবসায়ী সাদ্দাম হোসেনকে কুপিয়ে মোটরসাইকেল, টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার তিনজন হলেন- গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের ফকির মন্ডলের ছেলে মোহাম্মদ নাজির হোসেন (৫৩), একই উপজেলার সাহারবাটি গ্রামের রফিকুল ইসলামের ছেলে দুলাল আলী (৩৫) এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর মধ্যপাড়ার রব্বান মন্ডলের ছেলে রবিউল ইসলাম (৩৮)। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পুলিশ সুপার বলেন, গত মঙ্গলবার দিবাগত রাতে গাংনী থানা-পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ ও সাইবার ক্রাইম ইউনিট যৌথ অভিযান চালিয়ে গাংনী উপজেলার সাহেবনগর, সাহারবাটি ও কুষ্টিয়ার মিরপুর উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করে। তাদের সবার বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইয়ের ৮ থেকে ৯টি করে মামলা রয়েছে। তাদের কাছে থেকে ডাকাতি হওয়া মোটরসাইকেল ও ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, বাঁশের লাঠি ও দড়ি উদ্ধার করা হয়েছে। এই ডাকাতির সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ সুপার।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে ব্যবসায়ী সাদ্দাম হোসেন ও তার বন্ধু লাভলু সাহারবাটি থেকে গাড়াডোর বাজারে দিকে যাওয়ার সময় হোগলডাঙ্গা মাঠে ডাকাতির শিকার হন। ডাকাতরা তাকে কুপিয়ে মোটরসাইকেল, টাকা ও মোবাইল ফোন নিয়ে চলে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।