ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নৈতিক শিক্ষার ভিত গড়তে স্কুলে ব্যতিক্রম শিক্ষা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৩৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
  • / ২৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:

আধুকিন এই যুগ যখন নৈতিক শিক্ষার অভাবে পথভ্রষ্ট হচ্ছে। তথ্য প্রযুক্তির কুফলে শিক্ষার্থীরা বিপথগামী, তখন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুধরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা মায়েদের পা ধুয়ে দিয়ে পিতা-মাতাকে ভক্তি শ্রদ্ধা করার অভ্যাস গড়ে তুলছে। আর ওই স্কুলের শিক্ষকরাই এমন এক ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করেন। প্রথম শ্রেণির শিক্ষার্থী লিজা খাতুন তার মা সুমি খাতুনের পা (চরণ) ধুয়ে দিয়ে খুবই খুশি। এখন থেকে সুযোগ পেলেই বাড়িতেও এই কাজটি করার প্রতিজ্ঞা করে সে। আর মা সুমি খাতুন খুশি হয়েছেন বিদ্যালয়ের শিক্ষকদের এই আয়োজনে। তাদের এই আয়োজন ছোট থেকেই বাঁচ্চাদের নৈতিক শিক্ষায় বড় করবে।

শিক্ষার্থী অর্ণব মালীর মা কামনা মালীর প্রত্যাশা বিদ্যালয়ের শিক্ষকদের এই আয়োজন যেন দীর্ঘস্থায়ী হয়। প্রথম শ্রেণি থেকে শুরু হলেও ছড়িয়ে যায় সব শ্রেণিতে। যা তাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে সহায়তা করবে। তারাও বাড়িতে বাঁচ্চাদের সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবেন। দুধরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ গত ১৯ মার্চ থেকে এই কার্যক্রম শুরু করেছেন। তারা অভিভাবকদের পা ধুইয়ে দেওয়ার পাশাপাশি তাদের ভক্তি-শ্রদ্ধা করা, শিশুদের মিথ্যা কথা না বলা ও দুর্নীতিকে না বলতে শেখাচ্ছেন। শিক্ষকরা আশা করছেন আরও নানাবিধ নৈতিক শিক্ষা দেবেন বাঁচ্চাদের। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার চলছে তাদের এই কার্যক্রম আয়োজন।

দুধরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়টি একটি দ্বিতল ভবন রয়েছে। ২০১৩ সালে এটি জাতীয়করণ করা হয়েছে। বিদ্যালয়ে ২০৮ জন শিক্ষার্থীর জন্য রয়েছেন ৬ জন শিক্ষক। কথা হয় বিদ্যালয়টির প্রধান শিক্ষক মনোরঞ্জন বিশ^াসের সঙ্গে। তিনি বলেন, ‘নৈতিকতা ফেরাতে হলে বাঁচ্চাদেরকে নৈতিক শিক্ষাও দিতে হবে। এই ভাবনা থেকেই বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রত্যেকের পিতা-মাতার নিজ হাতে পা ধুইয়ে দেওয়ার আয়োজন করা হয়েছে। এতে ১৭ জন শিক্ষার্থী তাদের বাবা-মায়ের পা ধুইয়ে দেয়। এসময় তাদের শেখানো হয় কীভাবে বাবা-মাকে সম্মান করতে হয়।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

নৈতিক শিক্ষার ভিত গড়তে স্কুলে ব্যতিক্রম শিক্ষা

আপলোড টাইম : ০৫:৩৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩

ঝিনাইদহ অফিস:

আধুকিন এই যুগ যখন নৈতিক শিক্ষার অভাবে পথভ্রষ্ট হচ্ছে। তথ্য প্রযুক্তির কুফলে শিক্ষার্থীরা বিপথগামী, তখন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুধরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা মায়েদের পা ধুয়ে দিয়ে পিতা-মাতাকে ভক্তি শ্রদ্ধা করার অভ্যাস গড়ে তুলছে। আর ওই স্কুলের শিক্ষকরাই এমন এক ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করেন। প্রথম শ্রেণির শিক্ষার্থী লিজা খাতুন তার মা সুমি খাতুনের পা (চরণ) ধুয়ে দিয়ে খুবই খুশি। এখন থেকে সুযোগ পেলেই বাড়িতেও এই কাজটি করার প্রতিজ্ঞা করে সে। আর মা সুমি খাতুন খুশি হয়েছেন বিদ্যালয়ের শিক্ষকদের এই আয়োজনে। তাদের এই আয়োজন ছোট থেকেই বাঁচ্চাদের নৈতিক শিক্ষায় বড় করবে।

শিক্ষার্থী অর্ণব মালীর মা কামনা মালীর প্রত্যাশা বিদ্যালয়ের শিক্ষকদের এই আয়োজন যেন দীর্ঘস্থায়ী হয়। প্রথম শ্রেণি থেকে শুরু হলেও ছড়িয়ে যায় সব শ্রেণিতে। যা তাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে সহায়তা করবে। তারাও বাড়িতে বাঁচ্চাদের সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবেন। দুধরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ গত ১৯ মার্চ থেকে এই কার্যক্রম শুরু করেছেন। তারা অভিভাবকদের পা ধুইয়ে দেওয়ার পাশাপাশি তাদের ভক্তি-শ্রদ্ধা করা, শিশুদের মিথ্যা কথা না বলা ও দুর্নীতিকে না বলতে শেখাচ্ছেন। শিক্ষকরা আশা করছেন আরও নানাবিধ নৈতিক শিক্ষা দেবেন বাঁচ্চাদের। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার চলছে তাদের এই কার্যক্রম আয়োজন।

দুধরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়টি একটি দ্বিতল ভবন রয়েছে। ২০১৩ সালে এটি জাতীয়করণ করা হয়েছে। বিদ্যালয়ে ২০৮ জন শিক্ষার্থীর জন্য রয়েছেন ৬ জন শিক্ষক। কথা হয় বিদ্যালয়টির প্রধান শিক্ষক মনোরঞ্জন বিশ^াসের সঙ্গে। তিনি বলেন, ‘নৈতিকতা ফেরাতে হলে বাঁচ্চাদেরকে নৈতিক শিক্ষাও দিতে হবে। এই ভাবনা থেকেই বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রত্যেকের পিতা-মাতার নিজ হাতে পা ধুইয়ে দেওয়ার আয়োজন করা হয়েছে। এতে ১৭ জন শিক্ষার্থী তাদের বাবা-মায়ের পা ধুইয়ে দেয়। এসময় তাদের শেখানো হয় কীভাবে বাবা-মাকে সম্মান করতে হয়।’