ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে কুপিয়ে মোটরসাইকেল ডাকাতি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৩৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
  • / ২৫ বার পড়া হয়েছে

প্রতিবেদক, গাংনী:

মেহেরপুরের গাংনীর সাহারবাটি মাঠের সড়কে সাদ্দাম হোসেন (৩৬) নামের এক যুবককে কুপিয়ে মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে ডাকাতরা। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। সাদ্দাম গাংনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাগানপাড়ার সিদ্দিক মিয়ার ছেলে।

সূত্রে জানা গেছে, রাতে সাদ্দাম ও তার প্রতিবেশী লাভলু মোটরসাইকেলে ঘুরতে বের হন। তারা সাহারবাটি মাঠের সড়কের কালভার্টের কাছে পৌঁছালে ৬/৭ জন ডাকাত তাদের গতিরোধ করে। পরে তাদের চোখ বেঁধে মাঠের মধ্যে নিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১২ হাজার টাকা ও দুটি মোবাইল এবং হোন্ডা হর্নেট ১৫০ মোটরসাইকেল ছিনিয়ে নেয়। চলে যাওয়ার সময় ডাকতরা সাদ্দামের পিঠে কোপ দেয় এবং লাভলুকে মারধর করে। এ সময় সাদ্দাম ও লাভলুর চিৎকারে পথচারী কয়েকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে গাংনী হাসপাতালে নেয়।

এদিকে খবর পেয়ে গাংনী থানা-পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে। ডাকাতদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক। আর হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ নেন সাবেক এমপি মকবুল হোসেন ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান মুকুল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনীতে কুপিয়ে মোটরসাইকেল ডাকাতি

আপলোড টাইম : ০৪:৩৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩

প্রতিবেদক, গাংনী:

মেহেরপুরের গাংনীর সাহারবাটি মাঠের সড়কে সাদ্দাম হোসেন (৩৬) নামের এক যুবককে কুপিয়ে মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে ডাকাতরা। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। সাদ্দাম গাংনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাগানপাড়ার সিদ্দিক মিয়ার ছেলে।

সূত্রে জানা গেছে, রাতে সাদ্দাম ও তার প্রতিবেশী লাভলু মোটরসাইকেলে ঘুরতে বের হন। তারা সাহারবাটি মাঠের সড়কের কালভার্টের কাছে পৌঁছালে ৬/৭ জন ডাকাত তাদের গতিরোধ করে। পরে তাদের চোখ বেঁধে মাঠের মধ্যে নিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১২ হাজার টাকা ও দুটি মোবাইল এবং হোন্ডা হর্নেট ১৫০ মোটরসাইকেল ছিনিয়ে নেয়। চলে যাওয়ার সময় ডাকতরা সাদ্দামের পিঠে কোপ দেয় এবং লাভলুকে মারধর করে। এ সময় সাদ্দাম ও লাভলুর চিৎকারে পথচারী কয়েকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে গাংনী হাসপাতালে নেয়।

এদিকে খবর পেয়ে গাংনী থানা-পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে। ডাকাতদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক। আর হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ নেন সাবেক এমপি মকবুল হোসেন ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান মুকুল।