ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে পাওনা টাকা চাওয়ায় ইউপি সদস্যকে পিটিয়ে জখম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:১২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
  • / ১৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহে পাওনা টাকা চাওয়ায় জাহাঙ্গীর মোল্লা নামের এক ইউপি সদস্যকে (মেম্বার) পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। মনিরুল ইসলাম ওরফে জমিদার নামের এক ঠিকাদার গত বুধবার বিকেলে পোড়াহাটি ইউনিয়নের মধুপুর গ্রামে তাকে পিটিয়ে জখম করে।

জানা গেছে, জাহাঙ্গীর মোল্লা একই ইউনিয়নের শুরাপাড়া গ্রামের জাবেদ আলী মোল্লার ছেলে মনিরুল ইসলামের কাছে ৪৫ হাজার টাকা পান। সেই টাকা চাইলে ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে মেম্বারকে পিটিয়ে আহত করেন মনিরুল। এসময় তার কাছে থাকা টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ইউপি সদস্যের ভাই বিল্লাল হোসেন গত বুধবার রাতে মনিরুলের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।

এ ব্যপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে পাওনা টাকা চাওয়ায় ইউপি সদস্যকে পিটিয়ে জখম

আপলোড টাইম : ১১:১২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহে পাওনা টাকা চাওয়ায় জাহাঙ্গীর মোল্লা নামের এক ইউপি সদস্যকে (মেম্বার) পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। মনিরুল ইসলাম ওরফে জমিদার নামের এক ঠিকাদার গত বুধবার বিকেলে পোড়াহাটি ইউনিয়নের মধুপুর গ্রামে তাকে পিটিয়ে জখম করে।

জানা গেছে, জাহাঙ্গীর মোল্লা একই ইউনিয়নের শুরাপাড়া গ্রামের জাবেদ আলী মোল্লার ছেলে মনিরুল ইসলামের কাছে ৪৫ হাজার টাকা পান। সেই টাকা চাইলে ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে মেম্বারকে পিটিয়ে আহত করেন মনিরুল। এসময় তার কাছে থাকা টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ইউপি সদস্যের ভাই বিল্লাল হোসেন গত বুধবার রাতে মনিরুলের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।

এ ব্যপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’