ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে বিমল হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৫৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
  • / ২৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের কোটচাঁদপুরে চাঞ্চল্যকর বিমল হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড, এক লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ রায় দেন। দণ্ডিতরা হলেন- কোটচাঁদপুর উপজেলার হরিনদিয়া গ্রামের আলী নেওয়াজের ছেলে নাসির উদ্দিন ও একই গ্রামের কালাচানের ছেলে হাফিজুর রহমান।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন জানান, ২০১৩ সালের পহেলা ফেব্রুয়ারি রাতে কোটচাঁদপুর উপজেলার হরিণদিয়া গ্রামের সেলুন দোকানি বিমল চন্দ্র দাসকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই দিনই অজ্ঞাতনামাদের আসামি করে কোটচাঁদপুর থানায় হত্যা মামলা দায়ের করে তার ছোট ভাই মদন চন্দ্র দাস। মামলার তদন্ত শেষে পুলিশ দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে গতকাল বুধবার মামলার আসামি নাসির উদ্দিন ও হাফিজুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। আসামিদের মধ্যে নাসির উদ্দিন পলাতক রয়েছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কোটচাঁদপুরে বিমল হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

আপলোড টাইম : ০৫:৫৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের কোটচাঁদপুরে চাঞ্চল্যকর বিমল হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড, এক লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ রায় দেন। দণ্ডিতরা হলেন- কোটচাঁদপুর উপজেলার হরিনদিয়া গ্রামের আলী নেওয়াজের ছেলে নাসির উদ্দিন ও একই গ্রামের কালাচানের ছেলে হাফিজুর রহমান।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন জানান, ২০১৩ সালের পহেলা ফেব্রুয়ারি রাতে কোটচাঁদপুর উপজেলার হরিণদিয়া গ্রামের সেলুন দোকানি বিমল চন্দ্র দাসকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই দিনই অজ্ঞাতনামাদের আসামি করে কোটচাঁদপুর থানায় হত্যা মামলা দায়ের করে তার ছোট ভাই মদন চন্দ্র দাস। মামলার তদন্ত শেষে পুলিশ দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে গতকাল বুধবার মামলার আসামি নাসির উদ্দিন ও হাফিজুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। আসামিদের মধ্যে নাসির উদ্দিন পলাতক রয়েছেন।