ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৪৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
  • / ২৭ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:

মেহেরপুরে গাংনীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে রুহুল আমিন ওরফে রাহুল (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তার নিকট থেকে ৩ কেজি গাঁজা জব্দ করা হয়। গতকাল বুধবার বেলা ১১টার দিকে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল গাংনী উপজেলার কাজীপুর কাচারিপাড়ায় অভিযান চালিয়ে রাহুলকে আটক করে। তিনি কুষ্টিয়ার ইবি থানার মৃত সোহরাব হোসেনের ছেলে।

গতকাল র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর অধিনায়ক মারুফ হোসেন (পিপিএম)-এর নির্দেশনা অনুযায়ী সিপিসি-মেহেরপুর ক্যাম্পের একটি চৌকশ দল গাংনীর কাজীপুরে অভিযান চালিয়ে রাহুলকে গ্রেপ্তার করে। এসময় তার নিকট থেকে ৩ কেজি গাঁজা, মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও নগদ এক হাজার টাকা জব্দ করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, মাদক ব্যবসায়ী রাহুল দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য মাদকসেবীদের নিকট ক্রয়-বিক্রয় করে আসছিল। গতকালই রাহুলের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুরে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড টাইম : ০৫:৪৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩

সমীকরণ প্রতিবেদন:

মেহেরপুরে গাংনীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে রুহুল আমিন ওরফে রাহুল (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তার নিকট থেকে ৩ কেজি গাঁজা জব্দ করা হয়। গতকাল বুধবার বেলা ১১টার দিকে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল গাংনী উপজেলার কাজীপুর কাচারিপাড়ায় অভিযান চালিয়ে রাহুলকে আটক করে। তিনি কুষ্টিয়ার ইবি থানার মৃত সোহরাব হোসেনের ছেলে।

গতকাল র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর অধিনায়ক মারুফ হোসেন (পিপিএম)-এর নির্দেশনা অনুযায়ী সিপিসি-মেহেরপুর ক্যাম্পের একটি চৌকশ দল গাংনীর কাজীপুরে অভিযান চালিয়ে রাহুলকে গ্রেপ্তার করে। এসময় তার নিকট থেকে ৩ কেজি গাঁজা, মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও নগদ এক হাজার টাকা জব্দ করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, মাদক ব্যবসায়ী রাহুল দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য মাদকসেবীদের নিকট ক্রয়-বিক্রয় করে আসছিল। গতকালই রাহুলের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।