ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে বোমা বিস্ফোরণ, যুবক আহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৫৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
  • / ১৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের কালীগঞ্জে বোমা হামলায় সবুজ হোসেন (২৮) নামে এক যুবক আহত হয়েছেন। গতকাল রোববার সকালে উপজেলার বড় শিমলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবুজ বড় শিমলা গ্রামের আবু কালামের ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল সকালে বড় শিমলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাজীপাড়া এলাকার কয়েকটি বাড়িতে দেশীয় অস্ত্র ও চাইনিজ কুড়াল নিয়ে অতর্কিত হামলা চালান ২৫ থেকে ৩০ জন। এসময় তারা আনারুল ও জব্বারের বাড়িতে ইট-পাটকেল মারেন। পরে হামলাকারীরা বাড়ির ছাদে দুটি বোমা ছোড়েন। এছাড়া আশেপাশে আরও দুটি বোমা বিস্ফোরণ করেন। এ সময় নিজেদের বোমা বিস্ফোরণ হয়ে সবুজ নামের এক যুবক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্ল্যা বলেন, বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের ধরতে তদন্ত চলছে। জড়িতদের খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কালীগঞ্জে বোমা বিস্ফোরণ, যুবক আহত

আপলোড টাইম : ০৪:৫৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের কালীগঞ্জে বোমা হামলায় সবুজ হোসেন (২৮) নামে এক যুবক আহত হয়েছেন। গতকাল রোববার সকালে উপজেলার বড় শিমলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবুজ বড় শিমলা গ্রামের আবু কালামের ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল সকালে বড় শিমলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাজীপাড়া এলাকার কয়েকটি বাড়িতে দেশীয় অস্ত্র ও চাইনিজ কুড়াল নিয়ে অতর্কিত হামলা চালান ২৫ থেকে ৩০ জন। এসময় তারা আনারুল ও জব্বারের বাড়িতে ইট-পাটকেল মারেন। পরে হামলাকারীরা বাড়ির ছাদে দুটি বোমা ছোড়েন। এছাড়া আশেপাশে আরও দুটি বোমা বিস্ফোরণ করেন। এ সময় নিজেদের বোমা বিস্ফোরণ হয়ে সবুজ নামের এক যুবক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্ল্যা বলেন, বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের ধরতে তদন্ত চলছে। জড়িতদের খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।