ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মুসল্লিকে কুপিয়ে হত্যা, রক্তক্ষয়ী সংঘর্ষের শঙ্কা!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:৩৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
  • / ১৬ বার পড়া হয়েছে

প্রতিবেদক, হরিণাকুণ্ডু:

সামাজিক কোন্দলের জেরে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে রবিউল ইসলাম (৪৫) নামের এক মুসল্লিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ফটকের সামনে এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম হরিণাকুণ্ডু পৌর এলাকার জোড়াপুকুরিয়া গ্রামের মিনহাজ উদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিউল ইসলাম আছরের নামাজ পড়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদ থেকে বের হওয়ার পরপরই একই গ্রামের পলাশ মিয়াসহ (২৬) আরও ৩—৪ জন রবিউল ইসলামের ওপর ধারালো দা দিয়ে হামলা করে। দায়ের এলোপাতাড়ি কোপে রবিউলের পিঠ ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এসময় তাঁর ডাক—চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে ঘাতক পলাশসহ তার সঙ্গীরা ঘটনাস্থলে একটি দা ফেলে পালিয়ে যায়। পরের স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রবিউলকে উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করে। সেখানেও তাঁর অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে গতকাল রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে জোড়াপুকুরিয়া গ্রামের বিবাদমান দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়রা যেকোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা প্রকাশ করে।

এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ ওসি (ভারপ্রাপ্ত) আক্তারুজ্জামান লিটন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিতে পুলিশ কাজ করছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মুসল্লিকে কুপিয়ে হত্যা, রক্তক্ষয়ী সংঘর্ষের শঙ্কা!

আপলোড টাইম : ০৩:৩৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩

প্রতিবেদক, হরিণাকুণ্ডু:

সামাজিক কোন্দলের জেরে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে রবিউল ইসলাম (৪৫) নামের এক মুসল্লিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ফটকের সামনে এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম হরিণাকুণ্ডু পৌর এলাকার জোড়াপুকুরিয়া গ্রামের মিনহাজ উদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিউল ইসলাম আছরের নামাজ পড়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদ থেকে বের হওয়ার পরপরই একই গ্রামের পলাশ মিয়াসহ (২৬) আরও ৩—৪ জন রবিউল ইসলামের ওপর ধারালো দা দিয়ে হামলা করে। দায়ের এলোপাতাড়ি কোপে রবিউলের পিঠ ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এসময় তাঁর ডাক—চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে ঘাতক পলাশসহ তার সঙ্গীরা ঘটনাস্থলে একটি দা ফেলে পালিয়ে যায়। পরের স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রবিউলকে উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করে। সেখানেও তাঁর অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে গতকাল রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে জোড়াপুকুরিয়া গ্রামের বিবাদমান দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়রা যেকোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা প্রকাশ করে।

এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ ওসি (ভারপ্রাপ্ত) আক্তারুজ্জামান লিটন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিতে পুলিশ কাজ করছে।’