ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গরিবের ডাক্তার খ্যাত শামীমা সুলতানা সম্মাননা পদকে ভূষিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:৫৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
  • / ৬৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:

ডা. শামীমা সুলতানা ঝিনাইদহের একজন আলোকিত নারী চিকিৎসক। গরিবের চিকিৎসক খ্যাত এই সিনিয়র গাইনি চিকিৎসক শামীমা সুলতানাকে চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় ইন্ডিয়া বাংলাদেশ কালচারাল কাউন্সিল সংবর্ধনা দিয়েছে।

ঢাকার মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তন আইডিবি ভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়া বাংলাদেশ কালচারাল কাউন্সিলের নির্বাহী সভাপতি (ইন্ডিয়া) শুভদীপ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক (বাংলাদেশ) শাহ আলম চুন্নু।

উল্লেখ্য, ডা. শামীমা সুলতানা রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে ১৯৮৩ সালে চাকরি জীবন শুরু করেন। শুরু থেকে তিনি নিজেকে জনসেবাই আত্মনিয়োগ করেন। তিনি ঝিনাইদহ সদর হাসপাতাল, গোপালগঞ্জ ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা দেন।

২০১৭ সালে এই নারী চিকিৎসক অবসরে যান। বর্তমানে তিনি শামীমা ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় ইউনিসেফ থেকে (ইওসি) ও ঝিনাইদহ পৌরসভা থেকে রত্নগর্ভা মা পদকে ভূষিত হন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গরিবের ডাক্তার খ্যাত শামীমা সুলতানা সম্মাননা পদকে ভূষিত

আপলোড টাইম : ০৩:৫৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

ঝিনাইদহ অফিস:

ডা. শামীমা সুলতানা ঝিনাইদহের একজন আলোকিত নারী চিকিৎসক। গরিবের চিকিৎসক খ্যাত এই সিনিয়র গাইনি চিকিৎসক শামীমা সুলতানাকে চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় ইন্ডিয়া বাংলাদেশ কালচারাল কাউন্সিল সংবর্ধনা দিয়েছে।

ঢাকার মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তন আইডিবি ভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়া বাংলাদেশ কালচারাল কাউন্সিলের নির্বাহী সভাপতি (ইন্ডিয়া) শুভদীপ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক (বাংলাদেশ) শাহ আলম চুন্নু।

উল্লেখ্য, ডা. শামীমা সুলতানা রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে ১৯৮৩ সালে চাকরি জীবন শুরু করেন। শুরু থেকে তিনি নিজেকে জনসেবাই আত্মনিয়োগ করেন। তিনি ঝিনাইদহ সদর হাসপাতাল, গোপালগঞ্জ ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা দেন।

২০১৭ সালে এই নারী চিকিৎসক অবসরে যান। বর্তমানে তিনি শামীমা ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় ইউনিসেফ থেকে (ইওসি) ও ঝিনাইদহ পৌরসভা থেকে রত্নগর্ভা মা পদকে ভূষিত হন।