ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মুজিবনগরে মাটি বোঝায় ট্রাক্টর চাপায় শিশু নিহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩
  • / ৯৯ বার পড়া হয়েছে

প্রতিবেদক, মুজিবনগর:

মেহেরপুরের মুজিবনগরে মাটি বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ইব্রাহিম (১২) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ইব্রাহিম মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের মন্ডলপাড়ার খাইরুল ইসলামের ছেলে। সে আনন্দবাস প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, ইব্রাহিম বাড়ির সামনে বাইসাইকেল চড়ে ঘোরাফেরা করছিল। এসময় মাটি বোঝাই একটি ট্রাক্টর পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইব্রাহিমের নানা সাব্বির হোসেন বলেন, ‘ট্রলি চালক মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালিয়ে যাচ্ছিল। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে চালক বাগোয়ান গ্রামের মেজো খোকার ছেলে সোহাগ পালিয়ে গেছে। আমরা থানায় মামলা করার জন্য গেলে লোক মারফত হুমকি দিচ্ছে। বলছে মামলা করে কোনো লাভ নেই। আমি সব দেখে নেব।’

মেহেরপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার পার্থ জানান, শিশুটি ট্রাক্টরের ধাক্কায় গুরুতর আহত হয়েছিল। যার কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেল বলেন, ‘শিশু ইব্রাহিমের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইব্রাহিমের বাবা খায়রুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মুজিবনগরে মাটি বোঝায় ট্রাক্টর চাপায় শিশু নিহত

আপলোড টাইম : ০৮:২১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩

প্রতিবেদক, মুজিবনগর:

মেহেরপুরের মুজিবনগরে মাটি বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ইব্রাহিম (১২) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ইব্রাহিম মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের মন্ডলপাড়ার খাইরুল ইসলামের ছেলে। সে আনন্দবাস প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, ইব্রাহিম বাড়ির সামনে বাইসাইকেল চড়ে ঘোরাফেরা করছিল। এসময় মাটি বোঝাই একটি ট্রাক্টর পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইব্রাহিমের নানা সাব্বির হোসেন বলেন, ‘ট্রলি চালক মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালিয়ে যাচ্ছিল। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে চালক বাগোয়ান গ্রামের মেজো খোকার ছেলে সোহাগ পালিয়ে গেছে। আমরা থানায় মামলা করার জন্য গেলে লোক মারফত হুমকি দিচ্ছে। বলছে মামলা করে কোনো লাভ নেই। আমি সব দেখে নেব।’

মেহেরপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার পার্থ জানান, শিশুটি ট্রাক্টরের ধাক্কায় গুরুতর আহত হয়েছিল। যার কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেল বলেন, ‘শিশু ইব্রাহিমের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইব্রাহিমের বাবা খায়রুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’