ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:১৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩
  • / ১৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের কালীগঞ্জে পাখিভ্যানের সঙ্গে মাছবোঝাই পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানে থাকা আরও তিনজন। গতকাল মঙ্গলবার ভোর ছয়টার দিকে কালীগঞ্জ শহরের ঢাকা-খুলনা সড়কের মোবারকগঞ্জ চিনিকলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঝিনাইদহ সদরের বিষয়খালী গ্রামের ছাবদার আলী ও তাঁর স্ত্রী পারভীনা বেগম। আহতরা হলেন- তাঁদের মেয়ে সাথী খাতুন, ভ্যানচালক আব্দুল করিম ও এক শিশু। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল কবির দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সকালে ফজরের নামাজ পড়ে ভ্যানযোগে মেয়েকে যশোরে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিলেন ছাবদার আলী। এসময় তাঁর সঙ্গে স্ত্রী পারভীনা বেগমও ছিলেন। ভ্যানটি কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের সামনে পৌঁছালে পেছন থেকে আসা মাছবোঝাই একটি পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান পারভীনা খাতুন। গুরুতর আহত অবস্থায় ছাবদার আলীসহ অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে ছাবদার আলীর অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এদিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় মেয়ে সাথী খাতুন, নাতি স্বাধীন ও ভ্যানচালক আব্দুল করিমকে। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল কবির জানান, দুর্ঘটনার পর পিকআপের চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আপলোড টাইম : ০৮:১৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের কালীগঞ্জে পাখিভ্যানের সঙ্গে মাছবোঝাই পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানে থাকা আরও তিনজন। গতকাল মঙ্গলবার ভোর ছয়টার দিকে কালীগঞ্জ শহরের ঢাকা-খুলনা সড়কের মোবারকগঞ্জ চিনিকলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঝিনাইদহ সদরের বিষয়খালী গ্রামের ছাবদার আলী ও তাঁর স্ত্রী পারভীনা বেগম। আহতরা হলেন- তাঁদের মেয়ে সাথী খাতুন, ভ্যানচালক আব্দুল করিম ও এক শিশু। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল কবির দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সকালে ফজরের নামাজ পড়ে ভ্যানযোগে মেয়েকে যশোরে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিলেন ছাবদার আলী। এসময় তাঁর সঙ্গে স্ত্রী পারভীনা বেগমও ছিলেন। ভ্যানটি কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের সামনে পৌঁছালে পেছন থেকে আসা মাছবোঝাই একটি পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান পারভীনা খাতুন। গুরুতর আহত অবস্থায় ছাবদার আলীসহ অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে ছাবদার আলীর অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এদিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় মেয়ে সাথী খাতুন, নাতি স্বাধীন ও ভ্যানচালক আব্দুল করিমকে। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল কবির জানান, দুর্ঘটনার পর পিকআপের চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।