ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাংনী উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদকের ইন্তেকাল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:২১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
  • / ৩৯ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী গোলাম মোস্তফা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি মা, দুই সন্তান, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গোলাম মোাস্তফা গাংনী উপজেলার সহড়াতলা গ্রামের মৃত ওমেদ আলী বিশ্বাসের সেজো ছেলে। গোলাম মোস্তফা দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে আগ্রান্ত ছিলেন। এরই মধ্যে গতকাল শনিবার বিকেলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জানা যায়, গতকাল সকালে গাংনী উপজেলা শহরের শিশিরপাড়ায় নিজ বাড়িতে অবস্থানকালে গোলাম মস্তফা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এসময় পরিবারের সদস্যরা তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাঁর মৃত্যু হয়। গতকাল রাত সাড়ে ৯টার দিকে গোলাম মোস্তফার নিজ গ্রামের সহড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

এদিকে, গোলাম মোস্তফার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনী উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদকের ইন্তেকাল

আপলোড টাইম : ০৪:২১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩

সমীকরণ প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী গোলাম মোস্তফা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি মা, দুই সন্তান, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গোলাম মোাস্তফা গাংনী উপজেলার সহড়াতলা গ্রামের মৃত ওমেদ আলী বিশ্বাসের সেজো ছেলে। গোলাম মোস্তফা দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে আগ্রান্ত ছিলেন। এরই মধ্যে গতকাল শনিবার বিকেলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জানা যায়, গতকাল সকালে গাংনী উপজেলা শহরের শিশিরপাড়ায় নিজ বাড়িতে অবস্থানকালে গোলাম মস্তফা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এসময় পরিবারের সদস্যরা তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাঁর মৃত্যু হয়। গতকাল রাত সাড়ে ৯টার দিকে গোলাম মোস্তফার নিজ গ্রামের সহড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

এদিকে, গোলাম মোস্তফার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী প্রমুখ।