ইপেপার । আজ বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জীবননগরে স্বর্ণ পাচারকাণ্ডে জামালসহ এক স্বর্ণ ব্যবসায়ীর নাম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:১৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
  • / ৩৫ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:

জীবননগরে স্বর্ণের বারসহ গ্রেপ্তার কামাল ও জিয়াকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এদিকে সোনা পাচারকাণ্ডে গ্রেপ্তার হওয়া কামালের ভাই জামালসহ জীবননগর বাজারের এক জুয়েলারি ব্যবসায়ীর নাম আলোচনায়। এ ঘটনায় নিজেকে আড়াল করতে বিভিন্ন মহলে তদবির শুরু করছেন ওই জুয়েলারি ব্যবসায়ী। নির্ভরযোগ্য সূত্র বলছে গ্রেপ্তার হওয়া কামাল ও জিয়া যে চোরাকারবারির নিকট থেকে সোনা নিয়ে ভারতে পাচার করছিলেন, সেই ব্যবসায়ীর নামের প্রথম অক্ষর ‘ন’ ও তার প্রতিষ্ঠানের প্রথম অক্ষর ‘জ’। যদিও এ ব্যবসায়ী দাবি করছেন তিনি এর সঙ্গে জড়িত নন।

সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার হওয়া কামাল ও জিয়া এ পাচারকাণ্ডে শ্রমিক মাত্র। তারা গত সোমবার স্বর্ণের বার দুটি ভারতের নসু নামের এক মহাজনের কাছে পৌঁছে দেওয়ার সময় পুলিশের হাতে আটক হয়।

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, একেক সময় একেক নাম শোনা যাচ্ছে। গ্রেপ্তার দুজনের রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে। ওসি আরও বলেন, কামাল নিজেও সোনা চোরাকারবারি, জামালও একই ব্যবসা করে। দুই ভাই-ই উদ্ধারকৃত সোনার মালিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল ও জিয়া জানিয়েছেন, ভারতের নসু নামের একজনের কাছে পাঠানোর জন্য স্বর্ণের বার দুটি বাংলাদেশ থেকে পাচার করা হচ্ছিল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে স্বর্ণ পাচারকাণ্ডে জামালসহ এক স্বর্ণ ব্যবসায়ীর নাম

আপলোড টাইম : ০৭:১৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩

সমীকরণ প্রতিবেদক:

জীবননগরে স্বর্ণের বারসহ গ্রেপ্তার কামাল ও জিয়াকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এদিকে সোনা পাচারকাণ্ডে গ্রেপ্তার হওয়া কামালের ভাই জামালসহ জীবননগর বাজারের এক জুয়েলারি ব্যবসায়ীর নাম আলোচনায়। এ ঘটনায় নিজেকে আড়াল করতে বিভিন্ন মহলে তদবির শুরু করছেন ওই জুয়েলারি ব্যবসায়ী। নির্ভরযোগ্য সূত্র বলছে গ্রেপ্তার হওয়া কামাল ও জিয়া যে চোরাকারবারির নিকট থেকে সোনা নিয়ে ভারতে পাচার করছিলেন, সেই ব্যবসায়ীর নামের প্রথম অক্ষর ‘ন’ ও তার প্রতিষ্ঠানের প্রথম অক্ষর ‘জ’। যদিও এ ব্যবসায়ী দাবি করছেন তিনি এর সঙ্গে জড়িত নন।

সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার হওয়া কামাল ও জিয়া এ পাচারকাণ্ডে শ্রমিক মাত্র। তারা গত সোমবার স্বর্ণের বার দুটি ভারতের নসু নামের এক মহাজনের কাছে পৌঁছে দেওয়ার সময় পুলিশের হাতে আটক হয়।

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, একেক সময় একেক নাম শোনা যাচ্ছে। গ্রেপ্তার দুজনের রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে। ওসি আরও বলেন, কামাল নিজেও সোনা চোরাকারবারি, জামালও একই ব্যবসা করে। দুই ভাই-ই উদ্ধারকৃত সোনার মালিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল ও জিয়া জানিয়েছেন, ভারতের নসু নামের একজনের কাছে পাঠানোর জন্য স্বর্ণের বার দুটি বাংলাদেশ থেকে পাচার করা হচ্ছিল।