ইপেপার । আজ বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা ভি জে ও বালিকা সরকারি উচ্চবিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানে ডিসি আমিনুল ইসলাম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৩৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
  • / ৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি (ভি জে) সরকারি উচ্চবিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের এসএসসি-২০২৩ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও তৃতীয় শ্রেণির নতুন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ভি জে সরকারি উচ্চবিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় পৃথকভাকে বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল বেলা ১১টায় ভি জে সরকারি বিদ্যালয় মিলনায়তনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিদায়ী শিক্ষার্থীদের উত্তরাত্তর সাফল্য কামনা করছি। চুয়াডাঙ্গা জেলার মধ্যে এই বিদ্যালয়ের ফলাফল ভালো হয়। সেই ধারাবাহিকতা এবারও তোমরা বজায় রাখবে এটা আশা করি। প্রতিদিন নতুন নতুন সমস্যা আসতে পারে, সমাধান করতে হবে। দক্ষ হতে হবে। জীবন অত্যন্ত কঠিন। জীবনকে সিরিয়াসলি নিতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা যেন ভালো কিছু করতে পারি। আমরা স্বপ্নপূরণে আপ্রাণ চেষ্টা করব। সরকার শিক্ষার পেছনে অনেক ব্যয় করছে। আমাদের শিক্ষার মান বাড়াতে হবে। এসএসসির ভালো ফলাফলই কিন্তু শেষ নয়। অনেকেই এরকম আছে, এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ছাত্র পিয়নের চাকরি পায় না। পড়াশোনার মান বাড়াতে হবে। সবগুলোতে ভালো প্রস্তুতি নিতে হবে। কোনো সাফল্যই চূড়ান্ত সাফল্য নয়। জীবনের শেষ দিন পর্যন্ত পড়তে হবে। আমি ডিসি হয়েও প্রতিদিন নতুন নতুন কিছু পড়ি। সময়ের সঠিক ব্যবহার করতে হবে। জনগণের প্রতি তোমাদের বিশাল দায়িত্ব নিতে হবে। নিজেকে সমৃদ্ধ করতে হবে।’

জেলা প্রশাসক বলেন, ‘কাজের কোয়ালিটি দেখে অনেক দেশে চাকরি হয়। আমাদের সময়ের সৎ ব্যবহার করতে হবে। একাডেমিক রেজাল্ট কাজে আসবে না, যদি আউট নলেজ না থাকে। প্রতিদিনিই প্রতিযোগী বাড়ছে। কোনো জিনিসই সহজ নয়। সাফল্য সহজ নয়। কোনো নজির নেই, রাজার ছেলে না পড়ে পাশ করেছে। ব্রিটেনের রানীর ছেলেকেও পড়েই পাশ করতে হয়েছে। শিক্ষকদের প্রধান দায়িত্ব চোখ খুলে দেওয়া। অন্তর চোখ খুলতে হবে। পড়াশোনার সাথে সাথে খেলাধুলা করতে হবে। সবকিছুতেই স্মার্ট হওয়ার চেষ্টা করতে হবে। পরিচ্ছন্ন ভদ্র হতে হবে। চুলের বাজে কাটিং রাখা যাবে না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গার জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান। ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাফিজুর রহমান, আনোয়ার হোসেন, পরিমল কুমার, মাসুদুর রহমান, রফিকুল ইসলাম লিটনসহ শিক্ষক ও ছাত্ররা। অনুষ্ঠানে ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ে এসএসসি-২০২৩ সালের ২৮২ জন পরীক্ষাথীকে বিদায় সংবর্ধান দেওয় হয়।

এদিকে, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কবীর হোসেন। সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আরা চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রভাতী ও দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান, জেসমিন আরা খাতুন, সিনিয়র শিক্ষক মহসিন আলী, হাসানুজ্জামান, মুজিবুর রহমান, শাহজাহান আলী, ভোলানাথ মণ্ডলসহ বিদ্যালয়ের দুই শিফটের সকল শিক্ষক-শিক্ষিকাগণ। এ অনুষ্ঠানে তৃতীয় শ্রেণির দিবা ও প্রভাতী শাখার ২৬২ জন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা বরণ করে নেওয়া হয়। এরপূর্বে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী ২৪৪ জন শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা দেওয়াা হয়।

বরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ২৬২ জন শিক্ষার্থীর প্রত্যেককে গোলাপ ফুল দিয়ে বরণ করা হয়। এ বরণকৃত শিক্ষার্থীরা যখন গোলাপ ফুলগুলো উঁচিয়ে ধরে ঠিক তখন মনে হয়েছিলো বিদ্যালয় এর ইট রড সিমেন্টের মাঝে যেন একটি ফুটন্ত গোলাপের বাগান। অনুষ্ঠানটিতে প্রাণবন্ত উপস্থাপনা করেন বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির দুই শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা ও রজনী।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা ভি জে ও বালিকা সরকারি উচ্চবিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানে ডিসি আমিনুল ইসলাম

আপলোড টাইম : ১১:৩৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি (ভি জে) সরকারি উচ্চবিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের এসএসসি-২০২৩ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও তৃতীয় শ্রেণির নতুন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ভি জে সরকারি উচ্চবিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় পৃথকভাকে বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল বেলা ১১টায় ভি জে সরকারি বিদ্যালয় মিলনায়তনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিদায়ী শিক্ষার্থীদের উত্তরাত্তর সাফল্য কামনা করছি। চুয়াডাঙ্গা জেলার মধ্যে এই বিদ্যালয়ের ফলাফল ভালো হয়। সেই ধারাবাহিকতা এবারও তোমরা বজায় রাখবে এটা আশা করি। প্রতিদিন নতুন নতুন সমস্যা আসতে পারে, সমাধান করতে হবে। দক্ষ হতে হবে। জীবন অত্যন্ত কঠিন। জীবনকে সিরিয়াসলি নিতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা যেন ভালো কিছু করতে পারি। আমরা স্বপ্নপূরণে আপ্রাণ চেষ্টা করব। সরকার শিক্ষার পেছনে অনেক ব্যয় করছে। আমাদের শিক্ষার মান বাড়াতে হবে। এসএসসির ভালো ফলাফলই কিন্তু শেষ নয়। অনেকেই এরকম আছে, এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ছাত্র পিয়নের চাকরি পায় না। পড়াশোনার মান বাড়াতে হবে। সবগুলোতে ভালো প্রস্তুতি নিতে হবে। কোনো সাফল্যই চূড়ান্ত সাফল্য নয়। জীবনের শেষ দিন পর্যন্ত পড়তে হবে। আমি ডিসি হয়েও প্রতিদিন নতুন নতুন কিছু পড়ি। সময়ের সঠিক ব্যবহার করতে হবে। জনগণের প্রতি তোমাদের বিশাল দায়িত্ব নিতে হবে। নিজেকে সমৃদ্ধ করতে হবে।’

জেলা প্রশাসক বলেন, ‘কাজের কোয়ালিটি দেখে অনেক দেশে চাকরি হয়। আমাদের সময়ের সৎ ব্যবহার করতে হবে। একাডেমিক রেজাল্ট কাজে আসবে না, যদি আউট নলেজ না থাকে। প্রতিদিনিই প্রতিযোগী বাড়ছে। কোনো জিনিসই সহজ নয়। সাফল্য সহজ নয়। কোনো নজির নেই, রাজার ছেলে না পড়ে পাশ করেছে। ব্রিটেনের রানীর ছেলেকেও পড়েই পাশ করতে হয়েছে। শিক্ষকদের প্রধান দায়িত্ব চোখ খুলে দেওয়া। অন্তর চোখ খুলতে হবে। পড়াশোনার সাথে সাথে খেলাধুলা করতে হবে। সবকিছুতেই স্মার্ট হওয়ার চেষ্টা করতে হবে। পরিচ্ছন্ন ভদ্র হতে হবে। চুলের বাজে কাটিং রাখা যাবে না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গার জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান। ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাফিজুর রহমান, আনোয়ার হোসেন, পরিমল কুমার, মাসুদুর রহমান, রফিকুল ইসলাম লিটনসহ শিক্ষক ও ছাত্ররা। অনুষ্ঠানে ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ে এসএসসি-২০২৩ সালের ২৮২ জন পরীক্ষাথীকে বিদায় সংবর্ধান দেওয় হয়।

এদিকে, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কবীর হোসেন। সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আরা চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রভাতী ও দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান, জেসমিন আরা খাতুন, সিনিয়র শিক্ষক মহসিন আলী, হাসানুজ্জামান, মুজিবুর রহমান, শাহজাহান আলী, ভোলানাথ মণ্ডলসহ বিদ্যালয়ের দুই শিফটের সকল শিক্ষক-শিক্ষিকাগণ। এ অনুষ্ঠানে তৃতীয় শ্রেণির দিবা ও প্রভাতী শাখার ২৬২ জন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা বরণ করে নেওয়া হয়। এরপূর্বে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী ২৪৪ জন শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা দেওয়াা হয়।

বরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ২৬২ জন শিক্ষার্থীর প্রত্যেককে গোলাপ ফুল দিয়ে বরণ করা হয়। এ বরণকৃত শিক্ষার্থীরা যখন গোলাপ ফুলগুলো উঁচিয়ে ধরে ঠিক তখন মনে হয়েছিলো বিদ্যালয় এর ইট রড সিমেন্টের মাঝে যেন একটি ফুটন্ত গোলাপের বাগান। অনুষ্ঠানটিতে প্রাণবন্ত উপস্থাপনা করেন বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির দুই শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা ও রজনী।