ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা ও মুজিবনগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৩০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
  • / ৩০ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:

চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজ, তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজ ও মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার পৃথকভাবে এসব অনুষ্ঠানের আয়োজন করে স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান।

চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে সরকারি আদর্শ মহিলা কলেজ মিলনায়তনে এসব অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আজিজুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক সাজ্জাদ হোসেন ও মামুন-অর-রশিদ।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় লৌহ গোলক, চাকতি নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, ১০০ মিটার দৌঁড়, মার্বেল চামচ দৌঁড়, সূচে সূতা পরিয়ে দৌঁড়, দীর্ঘ লম্প, ক্যারাম একক, দাবা, উল্টো দৌঁড়, অংক দৌঁড়, মিউজিক্যাল চেয়ার ও যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠিত হয়। সরকারি আদর্শ মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্দুর রশিদ, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক রাসেল আহমেদ, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেন, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক আতিকুর রহমান, ক্রীড়া শিক্ষক নাজনীন নাহার এবং শিক্ষক-কর্মচারী ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কলেজের শিক্ষক সাজ্জাদ হোসেন, আতিকুর রহমান, কর্মচারী গিনি খাতুন ও রাম সর্দ্দার গান পরিবেশন করেন। কলেজের ছাত্রী সুমাইয়া, নিশাত তাসনিম-তামান্না জুটি, মায়া-মমতা যমজ বোন জুটি ও রত্না নৃত্য পরিবেশন করেন।

প্রধান অতিথি প্রফেসর মো. রেজাউল করিম বলেন, ক্রীড়ার মাধ্যমেই পরিচিতি পাওয়া যায়। আর্জেন্টিনার প্রেসিডেন্টের নাম বলতে না পারলেও আর্জেন্টিার ফুটবলার মেসির নাম সবাই জানো। কিছুদিন আগে বাংলাদেশের মেয়েরা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। মেয়েরা কোনোদিক থেকে পিছিয়ে নেই। সুস্থ সবল দেহ মনের জন্য খেলাধুলার বিকল্প নেই। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে।

সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আজিজুর রহমান বলেন, কলেজে বড় মাঠ নেই। তবে যে সকল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, তাতে ছাত্রীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। আগামীতে ভলিবল ও ব্যাডমিন্টন খেলা চালু করতে হবে।

তিতুদহ:

‘সুস্থ দেহ, সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন’ স্লোগানে চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলে বিকেল ৫টা পর্যন্ত। ২০টি আলাদা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কলেজের প্রভাষক আবুল কাশেমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ফারুখ হোসেন। প্রভাষক হাসেম মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের দাতা সদস্য আনোয়ার হোসেন, সড়াবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতরুজ্জামান, তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহারুল ইসলাম, বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিষয়ের প্রভাষক আব্দুল মুকিত জোয়ার্দার, প্রভাষক বিল্লাল হোসেন, রিপন মিয়া প্রমুখ। সভাপতিত্ব করেন বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার। প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিরা। পরে আগত শিল্পীদের কণ্ঠের সুরালো ঝংকারের মধ্যদিয়ে সমাপ্তি হয় বড়শলুয়া বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

মুজিবনগর:

মেহেরপুরের মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটার দিকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলামের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় তিনি বলেন, ‘ভালো রেজাল্ট করলেই সুনাম অর্জন হবে না। লেখাপড়ার পাশাপাশি শরীর ও মনকে সুস্থ রাখতে হলে খেলাধুলাকেও প্রাধান্য দিতে হবে।’ এ অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুনুর রশিদ ও মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আব্দুল আলিম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা ও মুজিবনগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আপলোড টাইম : ১১:৩০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

সমীকরণ প্রতিবেদন:

চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজ, তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজ ও মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার পৃথকভাবে এসব অনুষ্ঠানের আয়োজন করে স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান।

চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে সরকারি আদর্শ মহিলা কলেজ মিলনায়তনে এসব অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আজিজুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক সাজ্জাদ হোসেন ও মামুন-অর-রশিদ।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় লৌহ গোলক, চাকতি নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, ১০০ মিটার দৌঁড়, মার্বেল চামচ দৌঁড়, সূচে সূতা পরিয়ে দৌঁড়, দীর্ঘ লম্প, ক্যারাম একক, দাবা, উল্টো দৌঁড়, অংক দৌঁড়, মিউজিক্যাল চেয়ার ও যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠিত হয়। সরকারি আদর্শ মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্দুর রশিদ, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক রাসেল আহমেদ, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেন, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক আতিকুর রহমান, ক্রীড়া শিক্ষক নাজনীন নাহার এবং শিক্ষক-কর্মচারী ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কলেজের শিক্ষক সাজ্জাদ হোসেন, আতিকুর রহমান, কর্মচারী গিনি খাতুন ও রাম সর্দ্দার গান পরিবেশন করেন। কলেজের ছাত্রী সুমাইয়া, নিশাত তাসনিম-তামান্না জুটি, মায়া-মমতা যমজ বোন জুটি ও রত্না নৃত্য পরিবেশন করেন।

প্রধান অতিথি প্রফেসর মো. রেজাউল করিম বলেন, ক্রীড়ার মাধ্যমেই পরিচিতি পাওয়া যায়। আর্জেন্টিনার প্রেসিডেন্টের নাম বলতে না পারলেও আর্জেন্টিার ফুটবলার মেসির নাম সবাই জানো। কিছুদিন আগে বাংলাদেশের মেয়েরা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। মেয়েরা কোনোদিক থেকে পিছিয়ে নেই। সুস্থ সবল দেহ মনের জন্য খেলাধুলার বিকল্প নেই। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে।

সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আজিজুর রহমান বলেন, কলেজে বড় মাঠ নেই। তবে যে সকল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, তাতে ছাত্রীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। আগামীতে ভলিবল ও ব্যাডমিন্টন খেলা চালু করতে হবে।

তিতুদহ:

‘সুস্থ দেহ, সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন’ স্লোগানে চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলে বিকেল ৫টা পর্যন্ত। ২০টি আলাদা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কলেজের প্রভাষক আবুল কাশেমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ফারুখ হোসেন। প্রভাষক হাসেম মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের দাতা সদস্য আনোয়ার হোসেন, সড়াবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতরুজ্জামান, তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহারুল ইসলাম, বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিষয়ের প্রভাষক আব্দুল মুকিত জোয়ার্দার, প্রভাষক বিল্লাল হোসেন, রিপন মিয়া প্রমুখ। সভাপতিত্ব করেন বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার। প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিরা। পরে আগত শিল্পীদের কণ্ঠের সুরালো ঝংকারের মধ্যদিয়ে সমাপ্তি হয় বড়শলুয়া বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

মুজিবনগর:

মেহেরপুরের মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটার দিকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলামের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় তিনি বলেন, ‘ভালো রেজাল্ট করলেই সুনাম অর্জন হবে না। লেখাপড়ার পাশাপাশি শরীর ও মনকে সুস্থ রাখতে হলে খেলাধুলাকেও প্রাধান্য দিতে হবে।’ এ অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুনুর রশিদ ও মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আব্দুল আলিম।