ইপেপার । আজ বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু বাঙালি জাতিকে অন্ধকার হতে আলোর পথে নিয়ে এসেছেন: পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৪১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
  • / ২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও কেক কাটা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে অন্ধকার হতে আলোর পথে নিয়ে এসেছেন। তিনি ছিলেন মানবিক নেতা। তাইতো তিনি দেশের মানুষের প্রতি ভালোবাসা রেখেছেন তাঁর জীবনের প্রতিটি কর্মের মধ্যদিয়ে। তিনি ছিলেন অসাধারণ একজন মানুষ। তিনি দেশের মানুষকে ভালোবেসে অভুক্ত মানুষকে গোলার ধান দিয়ে দিতেন, নিজের ছাতাটি পর্যন্ত দিয়ে দিতেন, নিজের জামা-কাপড় পর্যন্ত বস্ত্রহীন মানুষকে দিয়ে দিতেন। তিনি সততার সাথে জীবন পরিচালনা করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম নিয়েছিলেন বলেই আজ বাংলাদেশ স্বাধীন। তার ৫৫ বছরের জীবনটা বিশ্লেষণ করলে দেখা যায় যে তিনি একজন শুধু রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন কালজয়ী দার্শনিক।’

শিশুদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, ‘প্রত্যেক ধর্মেই বলা হয়েছে, কেমনভাবে চলতে হবে। যে সন্তান বাবা-মাকে শ্রদ্ধা করবে, সেই সন্তান ছোট হতে পারে না। বাবা-মায়ের দোয়া নিয়ে সন্তান মাথা উঁচু করে দাঁড়াবে। শিক্ষকদের সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। তোমরা অনেক অনেক বড় হবে।’ এ সময় পুলিশ সুপার বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ‘একজন মানুষ হিসেবে সমগ্র মানব জাতি নিয়েই আমি ভাবি। একজন বাঙালি হিসেবে যা কিছু বাঙালিদের সাথে সর্ম্পকিত, তাই আমাকে গভীরভাবে ভাবায়। এই নিরন্তর সব ভালোবাসা, যে ভালোবাসা আমার রাজনীতি এবং অস্তিত্বকে অর্থবহ করে তোলে।’ লাইন দিয়ে বক্তব্য শেষ করেন।

সহকারী পুলিশ সুপার রাব্বির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবার রহমান ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, সময় টিভির জেলা প্রতিনিধি মাহফুজ মামুন, সমকালের জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম, ঢাকা টাইমসের চুয়াডাঙ্গা প্রতিনিধি আহসান আলম, আজকের পত্রিকা ও ডেইলি মর্নিং গ্লোরির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মেহেরাব্বিন সানভী, দৈনিক পশ্চিমাঞ্চলের স্টাফ রিপোর্টার শিহাব হাসান উৎসব প্রমুখ। পরবর্তীতে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় পুরস্কার তুলে দেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বঙ্গবন্ধু বাঙালি জাতিকে অন্ধকার হতে আলোর পথে নিয়ে এসেছেন: পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন

আপলোড টাইম : ১০:৪১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও কেক কাটা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে অন্ধকার হতে আলোর পথে নিয়ে এসেছেন। তিনি ছিলেন মানবিক নেতা। তাইতো তিনি দেশের মানুষের প্রতি ভালোবাসা রেখেছেন তাঁর জীবনের প্রতিটি কর্মের মধ্যদিয়ে। তিনি ছিলেন অসাধারণ একজন মানুষ। তিনি দেশের মানুষকে ভালোবেসে অভুক্ত মানুষকে গোলার ধান দিয়ে দিতেন, নিজের ছাতাটি পর্যন্ত দিয়ে দিতেন, নিজের জামা-কাপড় পর্যন্ত বস্ত্রহীন মানুষকে দিয়ে দিতেন। তিনি সততার সাথে জীবন পরিচালনা করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম নিয়েছিলেন বলেই আজ বাংলাদেশ স্বাধীন। তার ৫৫ বছরের জীবনটা বিশ্লেষণ করলে দেখা যায় যে তিনি একজন শুধু রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন কালজয়ী দার্শনিক।’

শিশুদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, ‘প্রত্যেক ধর্মেই বলা হয়েছে, কেমনভাবে চলতে হবে। যে সন্তান বাবা-মাকে শ্রদ্ধা করবে, সেই সন্তান ছোট হতে পারে না। বাবা-মায়ের দোয়া নিয়ে সন্তান মাথা উঁচু করে দাঁড়াবে। শিক্ষকদের সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। তোমরা অনেক অনেক বড় হবে।’ এ সময় পুলিশ সুপার বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ‘একজন মানুষ হিসেবে সমগ্র মানব জাতি নিয়েই আমি ভাবি। একজন বাঙালি হিসেবে যা কিছু বাঙালিদের সাথে সর্ম্পকিত, তাই আমাকে গভীরভাবে ভাবায়। এই নিরন্তর সব ভালোবাসা, যে ভালোবাসা আমার রাজনীতি এবং অস্তিত্বকে অর্থবহ করে তোলে।’ লাইন দিয়ে বক্তব্য শেষ করেন।

সহকারী পুলিশ সুপার রাব্বির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবার রহমান ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, সময় টিভির জেলা প্রতিনিধি মাহফুজ মামুন, সমকালের জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম, ঢাকা টাইমসের চুয়াডাঙ্গা প্রতিনিধি আহসান আলম, আজকের পত্রিকা ও ডেইলি মর্নিং গ্লোরির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মেহেরাব্বিন সানভী, দৈনিক পশ্চিমাঞ্চলের স্টাফ রিপোর্টার শিহাব হাসান উৎসব প্রমুখ। পরবর্তীতে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় পুরস্কার তুলে দেন।