ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা জেলা টাস্কফোর্স ও ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভায় ডিসি আমিনুল ইসলাম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
  • / ৩৬ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:

‘আসন্ন পবিত্র রমজান মাসের জন্য ইফতার ও খাদ্য-সামগ্রী একবারে এক মাসের ক্রয় না করে, দুই থেকে তিন দিনের প্রয়োজন মতো করে নিয়মিত ক্রয় করুন। তাহলে হঠাৎ করে বাজারে পণ্যের চাহিদা বাড়বে না, মূল্যও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।’ গতকাল মঙ্গলবার বেলা একটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে গঠিত জেলা টাস্কফোর্স ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান ভোক্তাদের উদ্দেশ্যে এ আহ্বান জানান।

তিনি ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে বলেন, ব্যবসায় মুনাফা করতে হবে, কিন্তু তা হতে হবে সহনীয় পর্যায়ে। এ জন্য জেলার সকল ব্যবসায়ীদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। কোনোভাবেই সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা ব্যহত করা যাবে না।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, সিনিয়র সহকারী কমিশনার শেখ মো. রাসেল, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ, জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইমরুল হাসান জোয়ার্দ্দার ইবু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, সহকারী বন সংরক্ষক রাকিব উদ্দিন, ৬ বিজিবির প্রতিনিধি, জেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম শহীদুল হক, ছাগল উন্নয়ন খামারের প্রশিক্ষণ কর্মকর্তা আরমান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা জেলা টাস্কফোর্স ও ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভায় ডিসি আমিনুল ইসলাম

আপলোড টাইম : ০৮:২০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩

সমীকরণ প্রতিবেদক:

‘আসন্ন পবিত্র রমজান মাসের জন্য ইফতার ও খাদ্য-সামগ্রী একবারে এক মাসের ক্রয় না করে, দুই থেকে তিন দিনের প্রয়োজন মতো করে নিয়মিত ক্রয় করুন। তাহলে হঠাৎ করে বাজারে পণ্যের চাহিদা বাড়বে না, মূল্যও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।’ গতকাল মঙ্গলবার বেলা একটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে গঠিত জেলা টাস্কফোর্স ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান ভোক্তাদের উদ্দেশ্যে এ আহ্বান জানান।

তিনি ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে বলেন, ব্যবসায় মুনাফা করতে হবে, কিন্তু তা হতে হবে সহনীয় পর্যায়ে। এ জন্য জেলার সকল ব্যবসায়ীদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। কোনোভাবেই সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা ব্যহত করা যাবে না।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, সিনিয়র সহকারী কমিশনার শেখ মো. রাসেল, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ, জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইমরুল হাসান জোয়ার্দ্দার ইবু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, সহকারী বন সংরক্ষক রাকিব উদ্দিন, ৬ বিজিবির প্রতিনিধি, জেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম শহীদুল হক, ছাগল উন্নয়ন খামারের প্রশিক্ষণ কর্মকর্তা আরমান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।