ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ডাকবাংলায় জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:০৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
  • / ২০ বার পড়া হয়েছে

প্রতিবদেক, ডাকবাংলা:
ঝিনাইদহ সদর উপজেলার ছোট জিয়ালা গ্রামের লুৎফর রহমান জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল সোমবার সকালে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে করে এ দাবি জানান তিনি।
লিখিত বক্তব্যে লুৎফর রহমান বলেন, ‘গত শনিবার রাতে মাঠের ধানখেতে সেচ দিতে গেলে রাজু, আশিক, শাওন, সেলিম, সাইফুলসহ ১২-১৪ জন আমার ওপর হামলা করে। এসময় তারা মোটরসাইকেল ভাঙচুর করে। মাথায় পিস্তল ঠেকিয়ে আগে থেকে দাবি করে আসা পাঁচ লাখ টাকা চাঁদা দিতে বলে।’ লুৎফর রহমান আরও বলেন, ‘আমার গ্রামে আমার জীবনের নিরাপত্তা নেই। যেকোনো সময় তারা আমাকে এবং আমার পরিবারের ক্ষতি করতে পারে। রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় একদল সন্ত্রাসী এলাকায় রাজত্ব কায়েম করেছে। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। থানা-পুলিশও কোনো ব্যবস্থা নেয় না। তারা এলাকায় মাদকসেবনসহ নানা অপকর্ম করে যাচ্ছে।’ এ বিষয়ে তিনি আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার সহযোগিতা কামনা করেন। এ ঘটনায় তিনি ঝিনাইদহ আদালেতে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বদর উদ্দিন, মোফাজ্জেল হোসেন, লাবনী খাতুন, তোতা, মণ্টু, তানজির রহমান, শহিদুল ইসলাম প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ডাকবাংলায় জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

আপলোড টাইম : ০৩:০৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩

প্রতিবদেক, ডাকবাংলা:
ঝিনাইদহ সদর উপজেলার ছোট জিয়ালা গ্রামের লুৎফর রহমান জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল সোমবার সকালে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে করে এ দাবি জানান তিনি।
লিখিত বক্তব্যে লুৎফর রহমান বলেন, ‘গত শনিবার রাতে মাঠের ধানখেতে সেচ দিতে গেলে রাজু, আশিক, শাওন, সেলিম, সাইফুলসহ ১২-১৪ জন আমার ওপর হামলা করে। এসময় তারা মোটরসাইকেল ভাঙচুর করে। মাথায় পিস্তল ঠেকিয়ে আগে থেকে দাবি করে আসা পাঁচ লাখ টাকা চাঁদা দিতে বলে।’ লুৎফর রহমান আরও বলেন, ‘আমার গ্রামে আমার জীবনের নিরাপত্তা নেই। যেকোনো সময় তারা আমাকে এবং আমার পরিবারের ক্ষতি করতে পারে। রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় একদল সন্ত্রাসী এলাকায় রাজত্ব কায়েম করেছে। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। থানা-পুলিশও কোনো ব্যবস্থা নেয় না। তারা এলাকায় মাদকসেবনসহ নানা অপকর্ম করে যাচ্ছে।’ এ বিষয়ে তিনি আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার সহযোগিতা কামনা করেন। এ ঘটনায় তিনি ঝিনাইদহ আদালেতে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বদর উদ্দিন, মোফাজ্জেল হোসেন, লাবনী খাতুন, তোতা, মণ্টু, তানজির রহমান, শহিদুল ইসলাম প্রমুখ।