ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মুজিবনগরে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পদক প্রদান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৩২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
  • / ২৬ বার পড়া হয়েছে

প্রতিবেদক, মুজিবনগর:
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে পদক দেওয়া হয়েছে। এছাড়া ২০২২ সালে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক, স্কুল কাব ও শিশু কাবের শিক্ষককে ক্রেস্ট এবং ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ দেওয়া হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে গতকাল শনিবার বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক শিরিনা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আহসানুল হাবিব, মো. সামসুজ্জোহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার এম আলাউদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘মানসম্মত ও কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করতে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে।’ তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে তোমাদের যুগোপযোগী হিসেবে গড়ে উঠতে হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মুজিবনগরে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পদক প্রদান

আপলোড টাইম : ০৭:৩২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩

প্রতিবেদক, মুজিবনগর:
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে পদক দেওয়া হয়েছে। এছাড়া ২০২২ সালে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক, স্কুল কাব ও শিশু কাবের শিক্ষককে ক্রেস্ট এবং ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ দেওয়া হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে গতকাল শনিবার বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক শিরিনা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আহসানুল হাবিব, মো. সামসুজ্জোহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার এম আলাউদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘মানসম্মত ও কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করতে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে।’ তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে তোমাদের যুগোপযোগী হিসেবে গড়ে উঠতে হবে।