ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মহেশপুরে ছেলের লাঠির আঘাতে পিতার মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
  • / ২৬ বার পড়া হয়েছে

প্রতিবেদক, মহেশপুর:
ঝিনাইদহের মহেশপুরে ঋণের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এসময় ছেলের লাঠির আঘাতে হান্নান মন্ডল (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ নিহত হান্নান মন্ডলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহতের প্রতিবেশীরা জানান, ‘গতকাল সকালে ঋণের কিস্তির টাকা নিয়ে হান্নান মন্ডল ও তার স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এসময় তাদের ছেলে মনিরুল ইসলাম মায়ের পক্ষ নিয়ে বিতণ্ডায় জড়িয়ে পরেন এবং বাবা হান্নান মন্ডলকে লাঠি দিয়ে আঘাত করেন। লাঠির আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে নেপা ইউপি চেয়ারম্যান শামছুল আলম মৃধা বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে ঋণের টাকা নিয়ে গোলোযোগের এক পর্যায়ে হান্নান মারা গেছেন বলে শুনেছি। হান্নানের ছেলে তাকে আঘাত করেছে কি না সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানি না।’
এদিকে, নাম প্রকাশ না করার শর্তে নিহতের কয়েকজন প্রতিবেশী বলেন, ‘ঋণের টাকা নিয়ে ঝগড়া হলে হান্নান মন্ডল তার স্ত্রীকে চড়-থাপ্পড় মারে। এ ঘটনায় ছেলে মনিরুল মায়ের পক্ষ নিয়ে বাবাকে লাঠির দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে হান্নানের মৃত্যু হয়। বিষয়টি ধামা চাঁপা দেওয়ার জন্য স্থানীয় প্রভাবশালী মহল চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার শামিম উদ্দীন জানান, আব্দুল হান্নান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন বলে ধারনা করছি। তারপরও বিতর্ক এড়াতে লাশের ময়নাতদন্ত করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মহেশপুরে ছেলের লাঠির আঘাতে পিতার মৃত্যু

আপলোড টাইম : ০৮:২২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩

প্রতিবেদক, মহেশপুর:
ঝিনাইদহের মহেশপুরে ঋণের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এসময় ছেলের লাঠির আঘাতে হান্নান মন্ডল (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ নিহত হান্নান মন্ডলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহতের প্রতিবেশীরা জানান, ‘গতকাল সকালে ঋণের কিস্তির টাকা নিয়ে হান্নান মন্ডল ও তার স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এসময় তাদের ছেলে মনিরুল ইসলাম মায়ের পক্ষ নিয়ে বিতণ্ডায় জড়িয়ে পরেন এবং বাবা হান্নান মন্ডলকে লাঠি দিয়ে আঘাত করেন। লাঠির আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে নেপা ইউপি চেয়ারম্যান শামছুল আলম মৃধা বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে ঋণের টাকা নিয়ে গোলোযোগের এক পর্যায়ে হান্নান মারা গেছেন বলে শুনেছি। হান্নানের ছেলে তাকে আঘাত করেছে কি না সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানি না।’
এদিকে, নাম প্রকাশ না করার শর্তে নিহতের কয়েকজন প্রতিবেশী বলেন, ‘ঋণের টাকা নিয়ে ঝগড়া হলে হান্নান মন্ডল তার স্ত্রীকে চড়-থাপ্পড় মারে। এ ঘটনায় ছেলে মনিরুল মায়ের পক্ষ নিয়ে বাবাকে লাঠির দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে হান্নানের মৃত্যু হয়। বিষয়টি ধামা চাঁপা দেওয়ার জন্য স্থানীয় প্রভাবশালী মহল চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার শামিম উদ্দীন জানান, আব্দুল হান্নান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন বলে ধারনা করছি। তারপরও বিতর্ক এড়াতে লাশের ময়নাতদন্ত করা হবে।