ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:১৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
  • / ৩৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে ফাউন্ডেশনের নিজস্ব মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়। ঝিনাইদহ অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই।
প্রধান অতিথি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ২২ শে মার্চ ইসলাম প্রচার ও প্রসারের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এরপর ইমামদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদানের জন্য ইমাম প্রশিক্ষণ একাডেমি গঠন করা হয়। ইমাম প্রশিক্ষণ একাডেমির মাধ্যমে বাংলাদেশের প্রায় ৩ লাখ মসজিদের ৩লাখ ইমাম ও ৩ লাখ মুয়াজ্জিনকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। ইমাম ও মুয়াজ্জিনগণ ইমাম প্রশিক্ষণের মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হবেন ও সমাজের যাবতীয় অনাচার জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, নারী পাচার, আত্মহত্যা থেকে দেশের জনগণকে বিরত রাখবে।’
সম্মেলনে আরও বক্তব্য দেন সাবেক পৌর মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু, জেলা ইসলামিক ফাউন্ডেশনের সাবেক সহকারী পরিচালক শামীম হোসেন, ঝিনাইদহ জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মুহাম্মাদুল্লাহ ও ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ খান।
ইমাম সম্মেলন শেষে সকল শহিদদের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা আবদুল্লাহ আল মামুন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

আপলোড টাইম : ০৮:১৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে ফাউন্ডেশনের নিজস্ব মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়। ঝিনাইদহ অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই।
প্রধান অতিথি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ২২ শে মার্চ ইসলাম প্রচার ও প্রসারের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এরপর ইমামদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদানের জন্য ইমাম প্রশিক্ষণ একাডেমি গঠন করা হয়। ইমাম প্রশিক্ষণ একাডেমির মাধ্যমে বাংলাদেশের প্রায় ৩ লাখ মসজিদের ৩লাখ ইমাম ও ৩ লাখ মুয়াজ্জিনকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। ইমাম ও মুয়াজ্জিনগণ ইমাম প্রশিক্ষণের মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হবেন ও সমাজের যাবতীয় অনাচার জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, নারী পাচার, আত্মহত্যা থেকে দেশের জনগণকে বিরত রাখবে।’
সম্মেলনে আরও বক্তব্য দেন সাবেক পৌর মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু, জেলা ইসলামিক ফাউন্ডেশনের সাবেক সহকারী পরিচালক শামীম হোসেন, ঝিনাইদহ জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মুহাম্মাদুল্লাহ ও ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ খান।
ইমাম সম্মেলন শেষে সকল শহিদদের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা আবদুল্লাহ আল মামুন।