ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে সেচ পাম্পের বেল্টের আঘাতে যুবকের মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:২০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
  • / ৬১ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
যুবক আহার আলীর স্বপ্ন ছিল প্রবাসে গিয়ে টাকা আয় করে বাড়ি-গাড়ি করে পরিবারের স্বচ্ছলতা আনবে। পরিবারের দুঃখ ঘুচিয়ে মা-বাবার মুখে হাসি ফোটাবে। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে তার সে স্বপ্ন আর পূরণ হলো না। একটি ছোট দুর্ঘটনায় প্রাণ হারালো ২২ বছর বয়সী যুবক আহার আলী। তিনি মেহেরপুরের গাংনী উপজেলা শহরের মাঠপাড়ার আজিবার রহমানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক মাসের মধ্যেই মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আহার আলী। প্রবাসে যাওয়ার সকল কাগজপত্রও করেছিলেন তিনি। কিন্তু গতকাল রোববার বেলা ১১টার দিকে নিয়তির নির্মম পরিহাসে তাকে পৃথিবী থেকে বিদায় নিতো হলো। স্থানীয়রা জানায়, গতকাল সকালে আহার আলী বাড়ির পাশের একটি সেচ পাম্পের পানিতে গোসল করছিলেন। গোসল করার সময় পা পিছলে তিনি বৈদ্যুতিক সেচ পাম্পের মোটরের বেল্টের ওপর পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। গাংনী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনীতে সেচ পাম্পের বেল্টের আঘাতে যুবকের মৃত্যু

আপলোড টাইম : ০৫:২০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩

সমীকরণ প্রতিবেদন:
যুবক আহার আলীর স্বপ্ন ছিল প্রবাসে গিয়ে টাকা আয় করে বাড়ি-গাড়ি করে পরিবারের স্বচ্ছলতা আনবে। পরিবারের দুঃখ ঘুচিয়ে মা-বাবার মুখে হাসি ফোটাবে। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে তার সে স্বপ্ন আর পূরণ হলো না। একটি ছোট দুর্ঘটনায় প্রাণ হারালো ২২ বছর বয়সী যুবক আহার আলী। তিনি মেহেরপুরের গাংনী উপজেলা শহরের মাঠপাড়ার আজিবার রহমানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক মাসের মধ্যেই মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আহার আলী। প্রবাসে যাওয়ার সকল কাগজপত্রও করেছিলেন তিনি। কিন্তু গতকাল রোববার বেলা ১১টার দিকে নিয়তির নির্মম পরিহাসে তাকে পৃথিবী থেকে বিদায় নিতো হলো। স্থানীয়রা জানায়, গতকাল সকালে আহার আলী বাড়ির পাশের একটি সেচ পাম্পের পানিতে গোসল করছিলেন। গোসল করার সময় পা পিছলে তিনি বৈদ্যুতিক সেচ পাম্পের মোটরের বেল্টের ওপর পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। গাংনী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।