ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

৭মার্চ ও স্বাধীনতা দিবস উদ্যাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:০৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
  • / ৪৮ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস, ১৭ মার্চ জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় ঐতিহাসিক ৭মার্চ, ১৭ মার্চ জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। এ সময় গত বছরের প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্তগুলো পড়ে শোনান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, ‘চুয়াডাঙ্গায় ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস, ১৭ মার্চ জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস সঠিকভাবে পালন করতে হবে। এজন্য আলাদা আলাদা যে কমিটি আছে এবং সরকারি-বেসরকারি প্রতিটি প্রতিষ্ঠানে চিঠি দিয়ে জানানো হবে। প্রতিটা দিবসের দিন সবগুলো উপজেলা নির্বাহী অফিসারসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তদারকি করতে হবে। তিনি আরও বলেন, ঐতিহাসিক ৭ মার্চের দিন সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পণ শেষে ডিসি সাহিত্য মঞ্চে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হবে। ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উপলক্ষে ওইদিন সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি-আধা সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হবে। শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পণ করা হবে। সকাল ১০টায় ডিসি সাহিত্য মঞ্চে আলোচনা সভা, কেক কাটা ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত সকল সরকারি, বেসরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে আলোকসজ্জায় সজ্জিত করতে হবে। ওইদিন বাদ জুম্মা সকল মসজিদ, মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া অনুষ্ঠিত হবে। সরকারি হাসপাতাল, সরকারি শিশু পরিবার, জেলাখানায় উন্নতমানের খাবার পরিবেশন করতে হবে। ২৫ মার্চের গণহত্যা দিবসের দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে হবে। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে ওইদিন সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুরু করতে হবে। পরে শহীদ হাসান চত্বরে শহীদ বেদিতে পূস্পস্তবক অর্পণ করতে হবে। বেলা ১১টায় ডিসি সাহিত্য মঞ্চে আয়োজন করা হবে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান। বেলা ৩টায় পুরাতন স্টেডিয়ামে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, সকল উপজেলা নির্বাহী অফিসারসহ জেলা প্রশাসন, সদর উপজেলা প্রশাসন বিভিন্ন সরকারি, বেসরকারি, স্কুল-কলেজ, এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
মুজিবনগর:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস, ঐতিহাসিক ৭ মার্চ দিবস ও স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে মুজিবনগরে প্রস্ততিমূলক সভা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এর আয়োজন করা হয়। সভায় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দীন, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন, মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ প্রমুখ।
গাংনী:
মেহেরপুরের গাংনীতেও ঐতিহাসিক ৭ মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদের সভাকক্ষে এর আয়োজন করা হয়। মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য শাহীদুজ্জামান খোকন সভায় প্রধান অতিথি থেকে আলোচনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুনের (ভারপ্রাপ্ত) সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মমতাজ আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন প্রমুখ। এসময় দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

৭মার্চ ও স্বাধীনতা দিবস উদ্যাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

আপলোড টাইম : ০৫:০৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস, ১৭ মার্চ জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় ঐতিহাসিক ৭মার্চ, ১৭ মার্চ জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। এ সময় গত বছরের প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্তগুলো পড়ে শোনান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, ‘চুয়াডাঙ্গায় ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস, ১৭ মার্চ জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস সঠিকভাবে পালন করতে হবে। এজন্য আলাদা আলাদা যে কমিটি আছে এবং সরকারি-বেসরকারি প্রতিটি প্রতিষ্ঠানে চিঠি দিয়ে জানানো হবে। প্রতিটা দিবসের দিন সবগুলো উপজেলা নির্বাহী অফিসারসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তদারকি করতে হবে। তিনি আরও বলেন, ঐতিহাসিক ৭ মার্চের দিন সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পণ শেষে ডিসি সাহিত্য মঞ্চে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হবে। ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উপলক্ষে ওইদিন সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি-আধা সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হবে। শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পণ করা হবে। সকাল ১০টায় ডিসি সাহিত্য মঞ্চে আলোচনা সভা, কেক কাটা ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত সকল সরকারি, বেসরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে আলোকসজ্জায় সজ্জিত করতে হবে। ওইদিন বাদ জুম্মা সকল মসজিদ, মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া অনুষ্ঠিত হবে। সরকারি হাসপাতাল, সরকারি শিশু পরিবার, জেলাখানায় উন্নতমানের খাবার পরিবেশন করতে হবে। ২৫ মার্চের গণহত্যা দিবসের দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে হবে। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে ওইদিন সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুরু করতে হবে। পরে শহীদ হাসান চত্বরে শহীদ বেদিতে পূস্পস্তবক অর্পণ করতে হবে। বেলা ১১টায় ডিসি সাহিত্য মঞ্চে আয়োজন করা হবে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান। বেলা ৩টায় পুরাতন স্টেডিয়ামে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, সকল উপজেলা নির্বাহী অফিসারসহ জেলা প্রশাসন, সদর উপজেলা প্রশাসন বিভিন্ন সরকারি, বেসরকারি, স্কুল-কলেজ, এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
মুজিবনগর:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস, ঐতিহাসিক ৭ মার্চ দিবস ও স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে মুজিবনগরে প্রস্ততিমূলক সভা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এর আয়োজন করা হয়। সভায় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দীন, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন, মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ প্রমুখ।
গাংনী:
মেহেরপুরের গাংনীতেও ঐতিহাসিক ৭ মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদের সভাকক্ষে এর আয়োজন করা হয়। মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য শাহীদুজ্জামান খোকন সভায় প্রধান অতিথি থেকে আলোচনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুনের (ভারপ্রাপ্ত) সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মমতাজ আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন প্রমুখ। এসময় দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়।