ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে অ্যালকোহল পান করে তিনজনের মৃত্য

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:১০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
  • / ৪০ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কালীগঞ্জে একই দোকান থেকে অ্যালকোহল পান করে বিষক্রিয়ায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অ্যালকোহল পান করে অসুস্থ হওয়ায় আরও কয়েকজন বিভিন্ন স্থালে গোপনে চিকিৎসা নিচ্ছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ওই তিনজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার নদীপাড়ার হারুনর রশিদের ছেলে জাহাঙ্গীর (৩৫), একই এলাকার অনিল কুমারের ছেলে বিপুল কুমার (৪৫) ও ঢাকালেপাড়ার খোকন মিয়ার ছেলে রাজিব হোসেন (২৫)।
নিহত বিপুল কুমারের ভাই নির্মল কুমার জানান, রাত নয়টার দিকে অসুস্থ অবস্থায় বিপুল বাড়ি ফেরে। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বিপুলকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নাম প্রকাশ না করার শর্তে কালীগঞ্জ পৌর এলাকার ঢাকালেপাড়ার এক যুবক জানান, বৃহস্পতিবার রাতে বেশ কয়েকজন কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার রেজা হোমিও হল থেকে অ্যালকোহল পান করে। এরপর থেকে তারা অসুস্থ হয়ে পড়েন। অ্যালকোহল পানে তিনজনের মৃত্যু হয়েছে, আরও কয়েকজন গোপনে বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।

কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম বলেন, ‘প্রথমে আমরা পাঁচজনের মৃত্যুর খবর পেয়েছিলাম। পরে তিনজনের মৃত্যুর সত্যতা পেয়েছি। এই অবৈধ স্প্রিট বা অ্যালকোহল বিক্রির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা উচিৎ।’ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যতর চিকিৎসক ডা. শিবলী খাতুন জানান, হাসপাতালের রেকর্ড বইয়ে রাজিব হোসেন ও বিপুল নামের দুজন অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে হাসপাতালে এসেছিলেন বলে লিপিবদ্ধ আছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঝিনাইদহ ও যশোর হাসপাতালে রেফার্ড করা হয়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা অ্যালকোহল পান করে বিষক্রিয়ায় তিনজন নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, তারা সবাই অ্যালকোহল পানে মারা গেছেন বলে স্বজনরা জানিয়েছেন। আমরা জেনেছি রেজা হোমিও হলে থেকে কয়েকজন ওই অ্যালকোহল পান করেছিলেন। তবে ঘটনার পর থেকে ওই দোকানের মালিক পলাতক রয়েছেন। পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কালীগঞ্জে অ্যালকোহল পান করে তিনজনের মৃত্য

আপলোড টাইম : ০৪:১০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কালীগঞ্জে একই দোকান থেকে অ্যালকোহল পান করে বিষক্রিয়ায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অ্যালকোহল পান করে অসুস্থ হওয়ায় আরও কয়েকজন বিভিন্ন স্থালে গোপনে চিকিৎসা নিচ্ছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ওই তিনজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার নদীপাড়ার হারুনর রশিদের ছেলে জাহাঙ্গীর (৩৫), একই এলাকার অনিল কুমারের ছেলে বিপুল কুমার (৪৫) ও ঢাকালেপাড়ার খোকন মিয়ার ছেলে রাজিব হোসেন (২৫)।
নিহত বিপুল কুমারের ভাই নির্মল কুমার জানান, রাত নয়টার দিকে অসুস্থ অবস্থায় বিপুল বাড়ি ফেরে। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বিপুলকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নাম প্রকাশ না করার শর্তে কালীগঞ্জ পৌর এলাকার ঢাকালেপাড়ার এক যুবক জানান, বৃহস্পতিবার রাতে বেশ কয়েকজন কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার রেজা হোমিও হল থেকে অ্যালকোহল পান করে। এরপর থেকে তারা অসুস্থ হয়ে পড়েন। অ্যালকোহল পানে তিনজনের মৃত্যু হয়েছে, আরও কয়েকজন গোপনে বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।

কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম বলেন, ‘প্রথমে আমরা পাঁচজনের মৃত্যুর খবর পেয়েছিলাম। পরে তিনজনের মৃত্যুর সত্যতা পেয়েছি। এই অবৈধ স্প্রিট বা অ্যালকোহল বিক্রির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা উচিৎ।’ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যতর চিকিৎসক ডা. শিবলী খাতুন জানান, হাসপাতালের রেকর্ড বইয়ে রাজিব হোসেন ও বিপুল নামের দুজন অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে হাসপাতালে এসেছিলেন বলে লিপিবদ্ধ আছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঝিনাইদহ ও যশোর হাসপাতালে রেফার্ড করা হয়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা অ্যালকোহল পান করে বিষক্রিয়ায় তিনজন নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, তারা সবাই অ্যালকোহল পানে মারা গেছেন বলে স্বজনরা জানিয়েছেন। আমরা জেনেছি রেজা হোমিও হলে থেকে কয়েকজন ওই অ্যালকোহল পান করেছিলেন। তবে ঘটনার পর থেকে ওই দোকানের মালিক পলাতক রয়েছেন। পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।