ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহের সাবেক এমপির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
  • / ৪৩ বার পড়া হয়েছে

ছবি-সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু ও তাঁর বোনের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মামলাটি করেন ঝিনাইদহ শহরের কালিকাপুরে বাসিন্দা সুলতানা ইয়াসমিন। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তদন্ত করে রিপোর্ট প্রদানের নির্দেশ দিয়ছেন।

বাদীর আইনজীবী অ্যাড. শামসুজ্জামান তুহিন জানান, বাদীর স্বামী এসএম শাহেদের কাছে জমি বিক্রি করবেন বলে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু তার অ্যাকাউন্টে ১৫ লাখ ও তার বোনের অ্যাকাউন্টে ১০ লাখ টাকা গ্রহণ করে বায়নানামা করেন। কিন্তু ১১ মাস অতিবাহিত হলেও বাদীর স্বামীকে জমি রেজিস্ট্রি করে দেয়নি। টাকা ফেরত চাইলেও তা দিচ্ছেন না। ফলে নিরুপায় হয়ে সুলতানা ইয়াসমিন বাদী হয়ে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু ও তার বোনের বিরুদ্ধে ঝিনাইদহের চিফ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের বিচারক ফারুক আজমের আদালতে উপস্থিত হয়ে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলা করেন। মামলাটি গ্রহণ করে বিজ্ঞ আদালত ঝিনাইদহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তদন্ত করে রিপোর্ট প্রদানের নির্দেশ দিয়েছেন।

মামলার বিষয়ে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু মুঠোফোনে জানান, মামলার বিষয়টি সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, ‘সত্য ঘটনা হচ্ছে, তার বোন জিমিটি বিক্রির জন্য একটি হাত বায়নানামা করেন। কথা ছিল দুই মাসের মধ্যে জমি রেজিস্ট্রি করে নিবেন। কিন্তু এক বছর পার হলেও তারা জমি রেজিস্ট্রি করেননি। এখন জমির মূল্য বৃদ্ধি হয়েছে। তাদের কাছে এ বিষয়ে জানালে তারা সমাধানে না এসে উল্টো মিথ্যা মামলা করেছেন।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহের সাবেক এমপির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলা

আপলোড টাইম : ০৮:০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু ও তাঁর বোনের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মামলাটি করেন ঝিনাইদহ শহরের কালিকাপুরে বাসিন্দা সুলতানা ইয়াসমিন। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তদন্ত করে রিপোর্ট প্রদানের নির্দেশ দিয়ছেন।

বাদীর আইনজীবী অ্যাড. শামসুজ্জামান তুহিন জানান, বাদীর স্বামী এসএম শাহেদের কাছে জমি বিক্রি করবেন বলে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু তার অ্যাকাউন্টে ১৫ লাখ ও তার বোনের অ্যাকাউন্টে ১০ লাখ টাকা গ্রহণ করে বায়নানামা করেন। কিন্তু ১১ মাস অতিবাহিত হলেও বাদীর স্বামীকে জমি রেজিস্ট্রি করে দেয়নি। টাকা ফেরত চাইলেও তা দিচ্ছেন না। ফলে নিরুপায় হয়ে সুলতানা ইয়াসমিন বাদী হয়ে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু ও তার বোনের বিরুদ্ধে ঝিনাইদহের চিফ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের বিচারক ফারুক আজমের আদালতে উপস্থিত হয়ে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলা করেন। মামলাটি গ্রহণ করে বিজ্ঞ আদালত ঝিনাইদহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তদন্ত করে রিপোর্ট প্রদানের নির্দেশ দিয়েছেন।

মামলার বিষয়ে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু মুঠোফোনে জানান, মামলার বিষয়টি সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, ‘সত্য ঘটনা হচ্ছে, তার বোন জিমিটি বিক্রির জন্য একটি হাত বায়নানামা করেন। কথা ছিল দুই মাসের মধ্যে জমি রেজিস্ট্রি করে নিবেন। কিন্তু এক বছর পার হলেও তারা জমি রেজিস্ট্রি করেননি। এখন জমির মূল্য বৃদ্ধি হয়েছে। তাদের কাছে এ বিষয়ে জানালে তারা সমাধানে না এসে উল্টো মিথ্যা মামলা করেছেন।’