ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

হরিণাকুণ্ডুর ভবানিপুর মাধ্যমিক বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে বাণিজ্য

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৪৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
  • / ৪৬ বার পড়া হয়েছে

প্রতিবেদক, হরিণাকুণ্ডু:
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজলার ভবানিপুর মাধ্যমিক বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে বাণিজ্যের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্কুল কমিটির তিনজন অভিভাবক সদস্য বাদী হয়ে জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন।

বিদ্যলয়ের অভিভাক সদস্য আবুল কালাম আজাদ বলেন, ‘চারজনের কাছ থেকে টাকা নিয়ে সভাপতি এবং প্রধান শিক্ষক মিলে আকুল মহুরীর ছেলে শামীম, আবদুল্লাহের ছেলে বক্কর, সাদ্দাম হোসের মাধ্যমে সুমাইয়া খাতুন, আলমগীরের স্ত্রী সোনিয়াকে বাছাই করেছেন।’ জেলা শিক্ষা অফিস জানায়, ভবানিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ডিজির প্রতিনিধি নিয়োগের চিঠি দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ‘চিঠি পেয়েছি। তবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে, সেটা জানি না। আমি চিঠি খুলে দেখিনি। চিঠি নিয়ে এসে সভাপতির কাছে দিয়ে দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘কোনো রেজ্যুলেশন করা হয়নি এই বিষয়ে। কবে এবং কোন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেটাও জানি না।’ কতজনকে নিয়োগ দেওয়া হবে জানতে চাইলে মিজানুর রহমান বলেন, ‘সব তথ্য সভাপতির কাছে পাবেন। আমি নিয়োগ সংক্রান্ত বিষয়ে কিছুই জানি না। নিয়োগের বিষয়ে কোনো মিটিংও হয়নি।’

এদিকে, বিদ্যালয়ের সভাপতি অহিদুল ইসলাম প্রাধান শিক্ষককে দোষারোপ করে বলেন, ‘আমি নিয়োগের বিষয়ে কিছুই জানি না। এ ব্যাপারে প্রধান শিক্ষক জানেন। ফোনে আমি কিছুই বলতে পারব না। কিছু জানার থাকলে সাক্ষাৎ করেন।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

হরিণাকুণ্ডুর ভবানিপুর মাধ্যমিক বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে বাণিজ্য

আপলোড টাইম : ০৭:৪৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩

প্রতিবেদক, হরিণাকুণ্ডু:
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজলার ভবানিপুর মাধ্যমিক বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে বাণিজ্যের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্কুল কমিটির তিনজন অভিভাবক সদস্য বাদী হয়ে জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন।

বিদ্যলয়ের অভিভাক সদস্য আবুল কালাম আজাদ বলেন, ‘চারজনের কাছ থেকে টাকা নিয়ে সভাপতি এবং প্রধান শিক্ষক মিলে আকুল মহুরীর ছেলে শামীম, আবদুল্লাহের ছেলে বক্কর, সাদ্দাম হোসের মাধ্যমে সুমাইয়া খাতুন, আলমগীরের স্ত্রী সোনিয়াকে বাছাই করেছেন।’ জেলা শিক্ষা অফিস জানায়, ভবানিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ডিজির প্রতিনিধি নিয়োগের চিঠি দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ‘চিঠি পেয়েছি। তবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে, সেটা জানি না। আমি চিঠি খুলে দেখিনি। চিঠি নিয়ে এসে সভাপতির কাছে দিয়ে দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘কোনো রেজ্যুলেশন করা হয়নি এই বিষয়ে। কবে এবং কোন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেটাও জানি না।’ কতজনকে নিয়োগ দেওয়া হবে জানতে চাইলে মিজানুর রহমান বলেন, ‘সব তথ্য সভাপতির কাছে পাবেন। আমি নিয়োগ সংক্রান্ত বিষয়ে কিছুই জানি না। নিয়োগের বিষয়ে কোনো মিটিংও হয়নি।’

এদিকে, বিদ্যালয়ের সভাপতি অহিদুল ইসলাম প্রাধান শিক্ষককে দোষারোপ করে বলেন, ‘আমি নিয়োগের বিষয়ে কিছুই জানি না। এ ব্যাপারে প্রধান শিক্ষক জানেন। ফোনে আমি কিছুই বলতে পারব না। কিছু জানার থাকলে সাক্ষাৎ করেন।’