ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শৈলকুপায় হত্যা মামলার ৮ বছর পলাতক আসামি গ্রেপ্তার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:১০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৩৬ বার পড়া হয়েছে

প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকুপায় হত্যা মামলার পলাতক আসামি ইসাহাক আলীকে ৮ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল সোমবার ভোরে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার ধর্মতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি শৈলকুপা উপজেলার চতুরা গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে।
ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কোমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসেন এক বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে রাজবাড়ী জেলায় আত্মগোপনে থাকা শৈলকুপার চাঞ্চল্যকর আইয়ূব আলী মণ্ডল হত্যা মামলার আসামিকে বালিয়াকন্দি থানার ধর্মতলা এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। মামলার পর থেকে আসামি দীর্ঘ ৮ বছর পলাতক ছিল।
বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, শৈলকুপা উপজেলার চতুড়া গ্রামে নেকবার মণ্ডল ও আইয়ূব আলী মণ্ডলের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২০১৪ সালের ১১ এপ্রিল ইসাহাক আলীসহ তার সহযোগীরা আইয়ূব আলীকে কুপিয়ে জখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে নিহতের ভাই শওকত আলী মণ্ডল শৈলকুপা থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

শৈলকুপায় হত্যা মামলার ৮ বছর পলাতক আসামি গ্রেপ্তার

আপলোড টাইম : ০৮:১০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩

প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকুপায় হত্যা মামলার পলাতক আসামি ইসাহাক আলীকে ৮ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল সোমবার ভোরে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার ধর্মতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি শৈলকুপা উপজেলার চতুরা গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে।
ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কোমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসেন এক বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে রাজবাড়ী জেলায় আত্মগোপনে থাকা শৈলকুপার চাঞ্চল্যকর আইয়ূব আলী মণ্ডল হত্যা মামলার আসামিকে বালিয়াকন্দি থানার ধর্মতলা এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। মামলার পর থেকে আসামি দীর্ঘ ৮ বছর পলাতক ছিল।
বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, শৈলকুপা উপজেলার চতুড়া গ্রামে নেকবার মণ্ডল ও আইয়ূব আলী মণ্ডলের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২০১৪ সালের ১১ এপ্রিল ইসাহাক আলীসহ তার সহযোগীরা আইয়ূব আলীকে কুপিয়ে জখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে নিহতের ভাই শওকত আলী মণ্ডল শৈলকুপা থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।