ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
  • / ২৬ বার পড়া হয়েছে

সমীখরণ প্রতিবেদক:

ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় মহিমা খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন ওই নারীর স্বামী আলী কদর। গতকাল শুক্রবার কোটচাঁদপুরের দুধসরা এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই নারীর মৃত্যু হয়। তিনি উপজেলার কাগমারী গ্রামের আলী কদরের স্ত্রী।

জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে স্বামীর সঙ্গে বাড়ি ফিরছিলেন মহিমা খাতুন। পথের মধ্যে কোটচাঁদপুরের দুধসরা এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা লাটাহাম্বারকে সাইড দিতে গেলে পেছন থেকে অন্য একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে লাটাহাম্বারের নিচে চাপা পড়েন ওই নারী। এসময় স্থানীয় ব্যক্তিরা গুরুতর জখম অবস্থায় তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মহিমাকে মৃত ঘোষণা করেন।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, মহিমা ও তার স্বামীকে ধাক্কা দেওয়া অপর মোটরসাইকেলের আরোহী মিকাইল ও আলমগীরকে প্রাথমিক চিকিৎসা শেষে আটক করা হয়েছে। তাদের বাড়ি উপজেলার বকশিপুর গ্রামে। তবে লাটাহাম্বার ও তার চালককে আটকের চেষ্টা চলছে। 

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

আপলোড টাইম : ০৮:৩৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩

সমীখরণ প্রতিবেদক:

ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় মহিমা খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন ওই নারীর স্বামী আলী কদর। গতকাল শুক্রবার কোটচাঁদপুরের দুধসরা এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই নারীর মৃত্যু হয়। তিনি উপজেলার কাগমারী গ্রামের আলী কদরের স্ত্রী।

জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে স্বামীর সঙ্গে বাড়ি ফিরছিলেন মহিমা খাতুন। পথের মধ্যে কোটচাঁদপুরের দুধসরা এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা লাটাহাম্বারকে সাইড দিতে গেলে পেছন থেকে অন্য একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে লাটাহাম্বারের নিচে চাপা পড়েন ওই নারী। এসময় স্থানীয় ব্যক্তিরা গুরুতর জখম অবস্থায় তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মহিমাকে মৃত ঘোষণা করেন।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, মহিমা ও তার স্বামীকে ধাক্কা দেওয়া অপর মোটরসাইকেলের আরোহী মিকাইল ও আলমগীরকে প্রাথমিক চিকিৎসা শেষে আটক করা হয়েছে। তাদের বাড়ি উপজেলার বকশিপুর গ্রামে। তবে লাটাহাম্বার ও তার চালককে আটকের চেষ্টা চলছে।