ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে বাসচাপায় শিশু মৃত্যুর ঘটনায় বাসচালক গ্রেপ্তার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৩৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
  • / ২৮ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাঁশবাড়িয়া এলাকায় বাসচাপায় ফারিয়া খাতুন নামের এক শিশুর মৃত্যুর ঘটনায় বাসচালক জনিকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে মেহেরপুর শহরের ঘোষপাড়ার নিজ বাড়ি থেকে গাংনী থানা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে। জনি ঘোষপাড়ার আমিরুল ইসলামের ছেলে। জনিকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ২০২২ সালের ৩০ ডিসেম্বর শুক্রবার বিকেল পাঁচটার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাঁশবাড়িয়া পশ্চিমপাড়ায় রাস্তা পার হওয়ার সময় মেহেরপুর থেকে ছেড়ে আসা মদিনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (যার নং ঢাকা মেট্রো জ ১৪-১১১৯) শিশু ফারিয়াকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ফারুক হোসেন নামের একজন বাদী হয়ে অজ্ঞাত চালককে আসামি করে গাংনী থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজম বিশ্বাস তদন্তকালে মদিনা পরিবহনের ওই বাসের চালক জনিকে সনাক্ত করেন। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে জনির অবস্থান টের পেয়ে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত চালক জনির বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে, যা আদালতে বিচারাধীন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনীতে বাসচাপায় শিশু মৃত্যুর ঘটনায় বাসচালক গ্রেপ্তার

আপলোড টাইম : ১১:৩৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩

সমীকরণ প্রতিবেদন:
মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাঁশবাড়িয়া এলাকায় বাসচাপায় ফারিয়া খাতুন নামের এক শিশুর মৃত্যুর ঘটনায় বাসচালক জনিকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে মেহেরপুর শহরের ঘোষপাড়ার নিজ বাড়ি থেকে গাংনী থানা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে। জনি ঘোষপাড়ার আমিরুল ইসলামের ছেলে। জনিকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ২০২২ সালের ৩০ ডিসেম্বর শুক্রবার বিকেল পাঁচটার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাঁশবাড়িয়া পশ্চিমপাড়ায় রাস্তা পার হওয়ার সময় মেহেরপুর থেকে ছেড়ে আসা মদিনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (যার নং ঢাকা মেট্রো জ ১৪-১১১৯) শিশু ফারিয়াকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ফারুক হোসেন নামের একজন বাদী হয়ে অজ্ঞাত চালককে আসামি করে গাংনী থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজম বিশ্বাস তদন্তকালে মদিনা পরিবহনের ওই বাসের চালক জনিকে সনাক্ত করেন। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে জনির অবস্থান টের পেয়ে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত চালক জনির বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে, যা আদালতে বিচারাধীন।