ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে নারীসহ আহত ১০

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৩৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩
  • / ২৮ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
মেহেরপুরের গাংনীর ছাতিয়ান গ্রামে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে এই সংঘর্ষ হয়। স্থানীয় বাসিন্দারা জানান, ১৯৯৮ সালে ছাতিয়ান গ্রামের আজিমার উদ্দিনের ছেলে জহিরুদ্দিনের কাছ থেকে ৪ শতক জমির মধ্যে ইয়াজ উদ্দীন তিন শতক জমি কেনেন। বাকি এক শতক মিনারুল ইসলামের কাছে বিক্রি করেন। তবে মিনারুল পুরো জমি নিজের দাবি করে সেখানে থাকা গাছ কেটে নিয়ে যেতো। এ বিষয়ে গাংনী থানায় লিখিত অভিযোগ করেন ইয়াজ উদ্দীন। এ নিয়ে সালিশ হলেও মিনারুল তা মানেনি। সর্বশেষ গত শনিবার স্থানীয় পুলিশ ক্যাম্পে বৈঠক হলেও মানেনি মিনারুল।
এদিকে গতকাল সকালে মিনারুল ও তার লোকজন বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণ করতে গেলে ইয়াজ উদ্দীন ও তার লোকজন বাধা দেয়। এতে রাগান্বিত হয়ে দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে হামলা করে মিনারুল ও তার লোকজন। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়। এদের মধ্যে ইয়াজ উদ্দীন (৬০), স্ত্রী ময়না খাতুন (৫৫), মেয়ে জোসন খাতুন (২৭) ও আবুল কাশের স্ত্রী রঙ্গীলা খাতুন (৬৫) এর অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাদের গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে গাংনী থানার ডিউটি অফিসার আবুল কালাম আজাদ বলেন, ‘এখন পর্যন্ত এ ঘটনায় আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনীতে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে নারীসহ আহত ১০

আপলোড টাইম : ০৭:৩৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩

সমীকরণ প্রতিবেদন:
মেহেরপুরের গাংনীর ছাতিয়ান গ্রামে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে এই সংঘর্ষ হয়। স্থানীয় বাসিন্দারা জানান, ১৯৯৮ সালে ছাতিয়ান গ্রামের আজিমার উদ্দিনের ছেলে জহিরুদ্দিনের কাছ থেকে ৪ শতক জমির মধ্যে ইয়াজ উদ্দীন তিন শতক জমি কেনেন। বাকি এক শতক মিনারুল ইসলামের কাছে বিক্রি করেন। তবে মিনারুল পুরো জমি নিজের দাবি করে সেখানে থাকা গাছ কেটে নিয়ে যেতো। এ বিষয়ে গাংনী থানায় লিখিত অভিযোগ করেন ইয়াজ উদ্দীন। এ নিয়ে সালিশ হলেও মিনারুল তা মানেনি। সর্বশেষ গত শনিবার স্থানীয় পুলিশ ক্যাম্পে বৈঠক হলেও মানেনি মিনারুল।
এদিকে গতকাল সকালে মিনারুল ও তার লোকজন বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণ করতে গেলে ইয়াজ উদ্দীন ও তার লোকজন বাধা দেয়। এতে রাগান্বিত হয়ে দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে হামলা করে মিনারুল ও তার লোকজন। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়। এদের মধ্যে ইয়াজ উদ্দীন (৬০), স্ত্রী ময়না খাতুন (৫৫), মেয়ে জোসন খাতুন (২৭) ও আবুল কাশের স্ত্রী রঙ্গীলা খাতুন (৬৫) এর অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাদের গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে গাংনী থানার ডিউটি অফিসার আবুল কালাম আজাদ বলেন, ‘এখন পর্যন্ত এ ঘটনায় আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’