ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে ডাকাতি মামলায় হাজিরা দিতে এসে আবারো ডাকাতি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৩৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩
  • / ২৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ডাকাতি মামলায় ঝিনাইদহ আদালতে হাজিরা দিতে এসে আবারো ডাকাতি করেছে ৬ দুর্বৃত্ত। পুলিশি জিজ্ঞাসাবাদে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ডাকাত সদস্যদের কাছ থেকে। গত শনিবার দিবাগত রাতে মাগুরার মোহাম্মদপুর উপজেলার রাজাপুর থেকে তিনজন ও ঝিনাইদহ শহরের পাওয়ার হাউস পাড়া থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করে ঝিনাইদহ ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতরা ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়ামারা ও পবহাটি গ্রামে ডাকাতির ঘটনা সঙ্গে জড়িত মর্মে স্বীকার করেছে। ডাকাত সদস্যরা হলেন- ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ধুলোজোড়া গ্রামের রঙ্গু শেখের ছেলে শফিকুল ইসলাম, কান্দাকুল গ্রামের রমজান শেখের ছেল সুমন শেখ, মালিখালী গ্রামের রঙ্গু মোল্লার ছেলে মতজেল মোল্লা, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে আব্দুল জলিল, সদর উপজেলার বিজয়পুর গ্রামের আব্দুর রহিমের স্ত্রী আখিরন নেছা শিউলী ও মহেশপুর উপজেলার ভৈরবা গ্রামের আলমগীর হোসেনের মেয়ে মেরিনা খাতুন বৃষ্টি।
ঝিনাইদহ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহিন উদ্দীন জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমানের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সক্ষম হন। এরপর গত শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে দুই মহিলাসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা শহরের পবহাটি গ্রামের এক পেশকার ও ঘোড়ামারা গ্রামের দুই বাড়িতে ডাকাতি করেছে বলে স্বীকার করে। তাদের নিকট থেকে ডিবি পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র-শস্ত্র, যন্ত্রপাতি ও লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ বলেন, জিজ্ঞাসাবাদে শফিকুল নামে এক ডাকাত সদস্য স্বীকার করে যে তারা সম্প্রতি ডাকাতি মামলার হাজিরা দিতে ঝিনাইদহে আসে। ফিরে যাওয়ার সময় তারা সঙ্ঘবদ্ধভাবে আবারও ডাকাতি করে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে ডাকাতি মামলায় হাজিরা দিতে এসে আবারো ডাকাতি

আপলোড টাইম : ০৭:৩৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩

ঝিনাইদহ অফিস:
ডাকাতি মামলায় ঝিনাইদহ আদালতে হাজিরা দিতে এসে আবারো ডাকাতি করেছে ৬ দুর্বৃত্ত। পুলিশি জিজ্ঞাসাবাদে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ডাকাত সদস্যদের কাছ থেকে। গত শনিবার দিবাগত রাতে মাগুরার মোহাম্মদপুর উপজেলার রাজাপুর থেকে তিনজন ও ঝিনাইদহ শহরের পাওয়ার হাউস পাড়া থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করে ঝিনাইদহ ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতরা ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়ামারা ও পবহাটি গ্রামে ডাকাতির ঘটনা সঙ্গে জড়িত মর্মে স্বীকার করেছে। ডাকাত সদস্যরা হলেন- ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ধুলোজোড়া গ্রামের রঙ্গু শেখের ছেলে শফিকুল ইসলাম, কান্দাকুল গ্রামের রমজান শেখের ছেল সুমন শেখ, মালিখালী গ্রামের রঙ্গু মোল্লার ছেলে মতজেল মোল্লা, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে আব্দুল জলিল, সদর উপজেলার বিজয়পুর গ্রামের আব্দুর রহিমের স্ত্রী আখিরন নেছা শিউলী ও মহেশপুর উপজেলার ভৈরবা গ্রামের আলমগীর হোসেনের মেয়ে মেরিনা খাতুন বৃষ্টি।
ঝিনাইদহ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহিন উদ্দীন জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমানের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সক্ষম হন। এরপর গত শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে দুই মহিলাসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা শহরের পবহাটি গ্রামের এক পেশকার ও ঘোড়ামারা গ্রামের দুই বাড়িতে ডাকাতি করেছে বলে স্বীকার করে। তাদের নিকট থেকে ডিবি পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র-শস্ত্র, যন্ত্রপাতি ও লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ বলেন, জিজ্ঞাসাবাদে শফিকুল নামে এক ডাকাত সদস্য স্বীকার করে যে তারা সম্প্রতি ডাকাতি মামলার হাজিরা দিতে ঝিনাইদহে আসে। ফিরে যাওয়ার সময় তারা সঙ্ঘবদ্ধভাবে আবারও ডাকাতি করে।