ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

হরিণাকুণ্ডুতে অবৈধ ক্লিনিক নিয়ে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:০০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
  • / ২২ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
‘দৈনিক সময়ের সমীকরণ’ পত্রিকায় হরিণাকুণ্ডুতে নবায়নবিহীন অবৈধ ক্লিনিক ও ডায়াগনিস্টিক সেন্টারের জমজমাট ব্যবসা বন্ধের দাবি শিরোনামে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। খবর প্রকাশের পর ঝিনাইদহ সিভিল সার্জন ডা. শুভ্রা রানী দেবনাথ ক্লিনিকগুলো পরিদর্শন করে তাজ্জব বনে যান। ভিজিটের সময় তিনি কোনো ক্লিনিকেই সার্বক্ষণিক চিকিৎসক ও প্রশিক্ষিত নার্স পাননি। ক্লিনিকের অস্বাস্থ্যকর পরিবেশ ছিল দুর্গন্ধময়। এতে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং বেসরকারি ক্লিনিককে নবায়নের জন্য ১৫ দিনের আল্টিমেটাম দেন।
সিভিল সার্জন ডা. শুভ্রা রানী দেবনাথ জানান, পরিদর্শনকালে নিউরেসিডো প্রাইভেট হাসপাতালে কোনো ডিপ্লোমা নার্স পাওয়া যায়নি। অন্যান্য হাসপাতালের অবস্থাও একই রকম মানহীন অবস্থা। এসব ক্লিনিকে ডাক্তার, নার্স, আয়া, লাইসেন্সসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি, পরীক্ষা-নিরীক্ষার উপকরণ কোনো কিছুই ছিল না। উল্লেখ্য, গত ২৩ আগস্টের মধ্যে বেসরকারি হাসপাতালের লাইসেন্স নবায়ন না করলে কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলায় বেসরকারি হাসপাতালের মালিকরা লাইসেন্স নবায়ন না করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ক্লিনিক মালিকরা সিভিল সার্জন অফিসকে ম্যানেজ করে বছরের পর বছর সেবার নামে ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
শুধু রোগীদের সেবার নামে চলে প্রতারণা ও ভোগান্তি। আশ্চর্য্যজনক তথ্য হলো- এসব ক্লিনিকে একটিই ডাক্তার, তিনি হলেন ডা. জামিনুর রশিদ। তিনি একাই সামলাচ্ছেন অবৈধ ক্লিনিকগুলো। তাছাড়া হরিণাকুণ্ডুতে তিনি কর্মরত আছেন প্রায় ২৩ বছর। সিভিল সার্জন ডা. শুভ্রা রানী দেবনাথ বলেন, ‘লাইসেন্স নবায়ন করা না হলে ক্লিনিক বন্ধ করে দেয়া হবে। তাছাড়া ক্লিনিকের অবকাঠামোগত উন্নয়ন ও মানসম্পন্ন করতে হবে। এসব করা না হলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সব ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

হরিণাকুণ্ডুতে অবৈধ ক্লিনিক নিয়ে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ

আপলোড টাইম : ০৮:০০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩

ঝিনাইদহ অফিস:
‘দৈনিক সময়ের সমীকরণ’ পত্রিকায় হরিণাকুণ্ডুতে নবায়নবিহীন অবৈধ ক্লিনিক ও ডায়াগনিস্টিক সেন্টারের জমজমাট ব্যবসা বন্ধের দাবি শিরোনামে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। খবর প্রকাশের পর ঝিনাইদহ সিভিল সার্জন ডা. শুভ্রা রানী দেবনাথ ক্লিনিকগুলো পরিদর্শন করে তাজ্জব বনে যান। ভিজিটের সময় তিনি কোনো ক্লিনিকেই সার্বক্ষণিক চিকিৎসক ও প্রশিক্ষিত নার্স পাননি। ক্লিনিকের অস্বাস্থ্যকর পরিবেশ ছিল দুর্গন্ধময়। এতে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং বেসরকারি ক্লিনিককে নবায়নের জন্য ১৫ দিনের আল্টিমেটাম দেন।
সিভিল সার্জন ডা. শুভ্রা রানী দেবনাথ জানান, পরিদর্শনকালে নিউরেসিডো প্রাইভেট হাসপাতালে কোনো ডিপ্লোমা নার্স পাওয়া যায়নি। অন্যান্য হাসপাতালের অবস্থাও একই রকম মানহীন অবস্থা। এসব ক্লিনিকে ডাক্তার, নার্স, আয়া, লাইসেন্সসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি, পরীক্ষা-নিরীক্ষার উপকরণ কোনো কিছুই ছিল না। উল্লেখ্য, গত ২৩ আগস্টের মধ্যে বেসরকারি হাসপাতালের লাইসেন্স নবায়ন না করলে কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলায় বেসরকারি হাসপাতালের মালিকরা লাইসেন্স নবায়ন না করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ক্লিনিক মালিকরা সিভিল সার্জন অফিসকে ম্যানেজ করে বছরের পর বছর সেবার নামে ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
শুধু রোগীদের সেবার নামে চলে প্রতারণা ও ভোগান্তি। আশ্চর্য্যজনক তথ্য হলো- এসব ক্লিনিকে একটিই ডাক্তার, তিনি হলেন ডা. জামিনুর রশিদ। তিনি একাই সামলাচ্ছেন অবৈধ ক্লিনিকগুলো। তাছাড়া হরিণাকুণ্ডুতে তিনি কর্মরত আছেন প্রায় ২৩ বছর। সিভিল সার্জন ডা. শুভ্রা রানী দেবনাথ বলেন, ‘লাইসেন্স নবায়ন করা না হলে ক্লিনিক বন্ধ করে দেয়া হবে। তাছাড়া ক্লিনিকের অবকাঠামোগত উন্নয়ন ও মানসম্পন্ন করতে হবে। এসব করা না হলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সব ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে।’