ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কোটচাঁদপুরের পল্লীতে চাঁদার দাবিতে বাড়িতে ‘বোমা’ বিস্ফোরণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:১২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
  • / ২৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
চাঁদার দাবিতে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালিনা গ্রামে ‘বোমা’ বিস্ফোরণের অভিযোগ উঠেছে। গত ২৭ জানুয়ারি পুলিশ পরিচয়ে ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি তালিনা গ্রামের ওলিয়ার রহমানের বাড়িতে ঢুকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এরপর ভয়-ভীতি দেখিয়ে ৫ হাজার ১ শ টাকা নিয়ে চলে যায়। গত সোমবার তারা ওই বাড়িতে আবার চাঁদা আনতে যায়। বাড়িতে ঢুকে কাউকে না পেয়ে ‘বোমা’ ফাটিয়ে চলে যায় বলে অভিযোগ করেন বাড়ির মালিক ওলিয়ার রহমান। গত সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় কোটচাঁদপুর থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে পারিবারিক কারণে বা ভয়-ভীতি দেখানোর জন্য কেউ এটা করতে পারে বলে ধারণা করছেন কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈনুদ্দিন আহম্মেদ।
ওলিয়ার রহমান বলেন, গত ২৭ জানুয়ারি রাতে অজ্ঞাত ৫-৬ জন তার বাড়িতে প্রবেশ করে। নিজেদের পুলিশের লোক বলে পরিচয় দিয়ে তার বড় ছেলে মুস্তাফিজুর রহমান বাবলুকে ডেকে ঘরের বাইরে নিয়ে যায় এবং তাকে জিম্মি করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এরপর অনেক কথা কাটাকাটির পর বাসায় থাকা ৫ হাজার ১ শটাকা নিয়ে তারা চলে যায়। গত সোমবার রাতে একইভাবে বাড়িতে প্রবেশ করে। ওই সময় ওয়াজ মাহফিল শুনতে যাওয়ায় কেউ বাড়িতে ছিল না। ওলিয়ারের পুত্রবধূ ও মেয়ে বাড়িতে ছিল। ওই সময় চাঁদাবাজরা বাড়িতে ঢুকে গ্রিল ধাক্কাতে থাকে। বাড়ি থেকে ওলিয়ারকে ফোনে জানানো হয় বাড়িতে ঢুকে কে বা করা ডাকাডাকি করছে। ফোন পেয়ে বাড়ির দিকে রওনা হলে দুর্বৃত্তরা বোমা ফাটিয়ে পালিয়ে যায়। ওলিয়ার রহমান বলেন, এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানায় মামলা করতে গিয়েছিলাম, কিন্তু ওসি সাহেব ছিলেন না বিধায় মামলা করা হয়নি। সন্ধ্যায় আমাদের আবার থানায় যেতে বলেছেন। ওলিয়ার রহমান ছিলেন গান্না সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক। বর্তমানে তিনি টিআইসি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
গুড়পাড়া পুলিশ ফাঁড়ির এএসআই রাজন হোসেন বলেন, ‘ওই সময় আমরা পাশের একটা ওয়াজ মাহফিলে ডিউটি করছিলাম। স্থানীয় মানুষের মুখে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। এসময় ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। তবে ওগুলো বোমা বা ককটেল ছিল না।’ এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মঈন উদ্দিন বলেন, ‘চাঁদা দাবির বিষয়টি পুলিশকে জানানো হয়নি। গত সোমবার রাতে আবার একই ঘটনা ঘটে। এটা কোনো পারিবারিক ঝামেলার কারণে হতে পারে বলে মনে করা হচ্ছে। বিষয়টি আমি জানার পর এসপি স্যারকে জানিয়েছি। বাকিটা খোঁজখবর নিয়ে দেখছি প্রকৃত ঘটনা কী। মঙ্গলবার সন্ধ্যার ওনাদের থানায় আসতে বলেছি।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কোটচাঁদপুরের পল্লীতে চাঁদার দাবিতে বাড়িতে ‘বোমা’ বিস্ফোরণ

আপলোড টাইম : ১১:১২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩

ঝিনাইদহ অফিস:
চাঁদার দাবিতে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালিনা গ্রামে ‘বোমা’ বিস্ফোরণের অভিযোগ উঠেছে। গত ২৭ জানুয়ারি পুলিশ পরিচয়ে ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি তালিনা গ্রামের ওলিয়ার রহমানের বাড়িতে ঢুকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এরপর ভয়-ভীতি দেখিয়ে ৫ হাজার ১ শ টাকা নিয়ে চলে যায়। গত সোমবার তারা ওই বাড়িতে আবার চাঁদা আনতে যায়। বাড়িতে ঢুকে কাউকে না পেয়ে ‘বোমা’ ফাটিয়ে চলে যায় বলে অভিযোগ করেন বাড়ির মালিক ওলিয়ার রহমান। গত সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় কোটচাঁদপুর থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে পারিবারিক কারণে বা ভয়-ভীতি দেখানোর জন্য কেউ এটা করতে পারে বলে ধারণা করছেন কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈনুদ্দিন আহম্মেদ।
ওলিয়ার রহমান বলেন, গত ২৭ জানুয়ারি রাতে অজ্ঞাত ৫-৬ জন তার বাড়িতে প্রবেশ করে। নিজেদের পুলিশের লোক বলে পরিচয় দিয়ে তার বড় ছেলে মুস্তাফিজুর রহমান বাবলুকে ডেকে ঘরের বাইরে নিয়ে যায় এবং তাকে জিম্মি করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এরপর অনেক কথা কাটাকাটির পর বাসায় থাকা ৫ হাজার ১ শটাকা নিয়ে তারা চলে যায়। গত সোমবার রাতে একইভাবে বাড়িতে প্রবেশ করে। ওই সময় ওয়াজ মাহফিল শুনতে যাওয়ায় কেউ বাড়িতে ছিল না। ওলিয়ারের পুত্রবধূ ও মেয়ে বাড়িতে ছিল। ওই সময় চাঁদাবাজরা বাড়িতে ঢুকে গ্রিল ধাক্কাতে থাকে। বাড়ি থেকে ওলিয়ারকে ফোনে জানানো হয় বাড়িতে ঢুকে কে বা করা ডাকাডাকি করছে। ফোন পেয়ে বাড়ির দিকে রওনা হলে দুর্বৃত্তরা বোমা ফাটিয়ে পালিয়ে যায়। ওলিয়ার রহমান বলেন, এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানায় মামলা করতে গিয়েছিলাম, কিন্তু ওসি সাহেব ছিলেন না বিধায় মামলা করা হয়নি। সন্ধ্যায় আমাদের আবার থানায় যেতে বলেছেন। ওলিয়ার রহমান ছিলেন গান্না সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক। বর্তমানে তিনি টিআইসি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
গুড়পাড়া পুলিশ ফাঁড়ির এএসআই রাজন হোসেন বলেন, ‘ওই সময় আমরা পাশের একটা ওয়াজ মাহফিলে ডিউটি করছিলাম। স্থানীয় মানুষের মুখে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। এসময় ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। তবে ওগুলো বোমা বা ককটেল ছিল না।’ এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মঈন উদ্দিন বলেন, ‘চাঁদা দাবির বিষয়টি পুলিশকে জানানো হয়নি। গত সোমবার রাতে আবার একই ঘটনা ঘটে। এটা কোনো পারিবারিক ঝামেলার কারণে হতে পারে বলে মনে করা হচ্ছে। বিষয়টি আমি জানার পর এসপি স্যারকে জানিয়েছি। বাকিটা খোঁজখবর নিয়ে দেখছি প্রকৃত ঘটনা কী। মঙ্গলবার সন্ধ্যার ওনাদের থানায় আসতে বলেছি।’