ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে বিএনপির পদযাত্রা উপক্ষে প্রস্তুতি সভা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:২৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
  • / ২০ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে এনে মানুষের অধিকার প্রতিষ্ঠা করায় হচ্ছে এখন বিএনপির আন্দোলন। সিন্ডিকেট করে ব্যাংক থেকে শুরু করে বাজার লুটপাট হচ্ছে সরকারের তত্ত্বাবধানে। ফলে জনজীবন অসহনীয় হয়ে পড়েছে। দুদু বলেন, আগামী ১১ ফেব্রুয়ারির বিএনপির পদযাত্রায় সারাদেশে জনবিস্ফোরণ ঘটবে। এটি মহানগরীর কোনো প্রোগ্রাম না। তাই সরকারের ন্যূনতম জ্ঞান থাকলে তারা সেদিকে যাবে না। আর বিএনপি হামলা-মামলার কোনো ভয় করে না। ১৪ বছরে বিএনপিকে পরীক্ষা করেছে এই স্বৈরাচার সরকার। আওয়ামী লীগ বিএনপির নেতা-কর্মীদের হত্যা করেও দমাতে পরেনি। গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার প্রস্তুতি সভায় এসব কথা বলেন শামসুজ্জামান দুদু।
তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘যারা হিরো আলমের সঙ্গেই পারে না, তারা আবার কী খেলবে?’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে দুদু বলেন, মাঝে মাঝে তার কথা স্বাভাবিক মানুষের মতো মনে হয় না। তিনি তো গণতন্ত্র মানেন না। বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন দেখে আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গেছে।
অনুষ্ঠানে খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদসহ জেলা-উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শামসুজ্জামান দুদু আরও বলেন, স্বাধীনতা যুদ্ধের প্রতিষ্ঠাতা মেজর জিয়া। তাঁর সাহসী কণ্ঠে দেশের মানুষ যুদ্ধে উজ্জীবিত হয়েছিল। আমরা সেই সাহসী মানুষের দল করি। আমাদের হামলা, মামলা, খুন ও গুম করে দমানো যাবে না।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে বিএনপির পদযাত্রা উপক্ষে প্রস্তুতি সভা

আপলোড টাইম : ০৭:২৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩

ঝিনাইদহ অফিস:
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে এনে মানুষের অধিকার প্রতিষ্ঠা করায় হচ্ছে এখন বিএনপির আন্দোলন। সিন্ডিকেট করে ব্যাংক থেকে শুরু করে বাজার লুটপাট হচ্ছে সরকারের তত্ত্বাবধানে। ফলে জনজীবন অসহনীয় হয়ে পড়েছে। দুদু বলেন, আগামী ১১ ফেব্রুয়ারির বিএনপির পদযাত্রায় সারাদেশে জনবিস্ফোরণ ঘটবে। এটি মহানগরীর কোনো প্রোগ্রাম না। তাই সরকারের ন্যূনতম জ্ঞান থাকলে তারা সেদিকে যাবে না। আর বিএনপি হামলা-মামলার কোনো ভয় করে না। ১৪ বছরে বিএনপিকে পরীক্ষা করেছে এই স্বৈরাচার সরকার। আওয়ামী লীগ বিএনপির নেতা-কর্মীদের হত্যা করেও দমাতে পরেনি। গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার প্রস্তুতি সভায় এসব কথা বলেন শামসুজ্জামান দুদু।
তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘যারা হিরো আলমের সঙ্গেই পারে না, তারা আবার কী খেলবে?’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে দুদু বলেন, মাঝে মাঝে তার কথা স্বাভাবিক মানুষের মতো মনে হয় না। তিনি তো গণতন্ত্র মানেন না। বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন দেখে আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গেছে।
অনুষ্ঠানে খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদসহ জেলা-উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শামসুজ্জামান দুদু আরও বলেন, স্বাধীনতা যুদ্ধের প্রতিষ্ঠাতা মেজর জিয়া। তাঁর সাহসী কণ্ঠে দেশের মানুষ যুদ্ধে উজ্জীবিত হয়েছিল। আমরা সেই সাহসী মানুষের দল করি। আমাদের হামলা, মামলা, খুন ও গুম করে দমানো যাবে না।