ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

হরিণাকুণ্ডুতে স্ত্রী হত্যা মামলায় প্রাক্তন স্বামীর যাবজ্জীবন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৪২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে তালাকপ্রাপ্ত স্ত্রীকে পিটিয়ে ও শ^াসরোধ করে হত্যা মামলায় প্রাক্তণ স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহম্মেদ এ দণ্ডাদেশ প্রদান করেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হরিণাকুণ্ডু উপজেলার বৃত্তিরপোল গ্রামের লিপা খাতুনকে মুখে আঘাত ও শ^াসরোধ করে হত্যা করে তার প্রাক্তন স্বামী একই গ্রামের ঠাণ্ডু মণ্ডল। এ ঘটনায় ওইদিন রাতে হরিণাকুণ্ডু থানায় ঠাণ্ডুকে প্রধান আসামি করে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে মামলা দায়ের করে নিহত লিপার পিতা ফজলু মন্ডল। তদন্ত শেষে ২০১৭ সালের ১৯ নভেম্বর ৩ জনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পিবিআই। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গতকাল প্রধান আসামি ঠাণ্ডুকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরও ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক। মামলার অপর ২ আসামিকে খালাস দেওয়া হয়েছে। দণ্ডিত ঠান্ডু মণ্ডল ওই গ্রামের বাবর আলী মণ্ডলের ছেলে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

হরিণাকুণ্ডুতে স্ত্রী হত্যা মামলায় প্রাক্তন স্বামীর যাবজ্জীবন

আপলোড টাইম : ০৭:৪২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে তালাকপ্রাপ্ত স্ত্রীকে পিটিয়ে ও শ^াসরোধ করে হত্যা মামলায় প্রাক্তণ স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহম্মেদ এ দণ্ডাদেশ প্রদান করেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হরিণাকুণ্ডু উপজেলার বৃত্তিরপোল গ্রামের লিপা খাতুনকে মুখে আঘাত ও শ^াসরোধ করে হত্যা করে তার প্রাক্তন স্বামী একই গ্রামের ঠাণ্ডু মণ্ডল। এ ঘটনায় ওইদিন রাতে হরিণাকুণ্ডু থানায় ঠাণ্ডুকে প্রধান আসামি করে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে মামলা দায়ের করে নিহত লিপার পিতা ফজলু মন্ডল। তদন্ত শেষে ২০১৭ সালের ১৯ নভেম্বর ৩ জনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পিবিআই। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গতকাল প্রধান আসামি ঠাণ্ডুকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরও ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক। মামলার অপর ২ আসামিকে খালাস দেওয়া হয়েছে। দণ্ডিত ঠান্ডু মণ্ডল ওই গ্রামের বাবর আলী মণ্ডলের ছেলে।