ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে কলেজছাত্রীকে অপহরণের চেষ্টা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:০৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ শহরের অগ্নিবীনা সড়কের সিঙ্গার শো-রুম এলাকায় এক কলেজছাত্রীকে অপহরণ চেষ্টার ঘটনা ঘটেছে। মেয়েটি দৌঁড়ে কোচিংয়ের মধ্যে গিয়ে আত্মরক্ষা করে। পরে তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় অপহরণকারীরা। এ ঘটনায় ভুক্তভোগী ওই কলেজছাত্রী ঝিনাইদহ সদর থানায় একটি অভিযোগ দিয়েছেন। সে ঝিনাইদহ সরকারি কেসি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী ও সদর উপজেলার হাকিমপুর শিতলীপাড়া গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী কলেজছাত্রী জানান, তিনি অগ্নিবীনা সড়কের সিঙ্গার শো-রুমের ৩য় তলায় কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে আসেন। সেখানে আসা যাওয়ার সময় ঝিনাইদহ সদর উপজেলার খেজুরা গ্রামের টোকন লস্করের ছেলে মুন্না প্রায় তাকে উত্ত্যাক্তসহ অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। তার প্রস্তাবে রাজি না হওয়ায় সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় কোচিং সেন্টারের সামনে পৌঁছালে মুন্না ও তার সহযোগী ভুটিয়ারগাতি টিপলেপাড়ার সাব্বির হোসেন তাকে অপহরণ করার চেষ্টা করে। তারা টেনে হিঁচড়ে সাদা রংয়ের প্রাইভেটকারে তুলে নেওয়ার চেষ্টা করলে মেয়েটি দৌঁড়ে কোচিং সেন্টারের মধ্যে চলে যায়। মেয়েটির আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অপহরণকারীরা পালিয়ে যায়। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, এ ঘটনায় মেয়েটি অভিযোগ দিয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে কলেজছাত্রীকে অপহরণের চেষ্টা

আপলোড টাইম : ০৮:০৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ শহরের অগ্নিবীনা সড়কের সিঙ্গার শো-রুম এলাকায় এক কলেজছাত্রীকে অপহরণ চেষ্টার ঘটনা ঘটেছে। মেয়েটি দৌঁড়ে কোচিংয়ের মধ্যে গিয়ে আত্মরক্ষা করে। পরে তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় অপহরণকারীরা। এ ঘটনায় ভুক্তভোগী ওই কলেজছাত্রী ঝিনাইদহ সদর থানায় একটি অভিযোগ দিয়েছেন। সে ঝিনাইদহ সরকারি কেসি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী ও সদর উপজেলার হাকিমপুর শিতলীপাড়া গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী কলেজছাত্রী জানান, তিনি অগ্নিবীনা সড়কের সিঙ্গার শো-রুমের ৩য় তলায় কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে আসেন। সেখানে আসা যাওয়ার সময় ঝিনাইদহ সদর উপজেলার খেজুরা গ্রামের টোকন লস্করের ছেলে মুন্না প্রায় তাকে উত্ত্যাক্তসহ অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। তার প্রস্তাবে রাজি না হওয়ায় সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় কোচিং সেন্টারের সামনে পৌঁছালে মুন্না ও তার সহযোগী ভুটিয়ারগাতি টিপলেপাড়ার সাব্বির হোসেন তাকে অপহরণ করার চেষ্টা করে। তারা টেনে হিঁচড়ে সাদা রংয়ের প্রাইভেটকারে তুলে নেওয়ার চেষ্টা করলে মেয়েটি দৌঁড়ে কোচিং সেন্টারের মধ্যে চলে যায়। মেয়েটির আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অপহরণকারীরা পালিয়ে যায়। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, এ ঘটনায় মেয়েটি অভিযোগ দিয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।