ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পবিত্র কোরআন পুড়ানোর প্রতিবাদে গাংনীতে বিক্ষোভ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:০০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩
  • / ১৮ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
সম্প্রতি সুইডেনের স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে কট্টরপন্থী এক ব্যক্তি পবিত্র কোরআন পুড়িয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবশে করেছে বাংলাদেশের জাতীয় ইমাম সমিতি মেহেরপুরের গাংনী উপজেলা শাখা। গতকাল শুক্রবার জুম্মা নামাজ শেষে গাংনীতে এ বিক্ষোভ সমাবশে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের জাতীয় ইমাম সমিতির গাংনী শাখার সভাপতি হাজী আলফাজ উদ্দীনের সভাপতিত্বে সমাবশে বক্তব্য দেন গাংনী বাজার জামে মসজিদের ইমাম রুহুল আমিন, উপজেলা জামে মসজিদের ইমাম ইলিয়াস হোসেন, মাদ্রাসা মসজিদের ইমাম সাইফুল্লাহ, গাংনী বাজার কমিটির সভাপতি শাওন আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা প্রমুখ।
বক্তারা বলেন, ‘সম্প্রতি সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। মুসলিম হিসেবে এ ঘটনা আমাদের মধ্যে তীব্র ঘৃণা ও ক্ষোভের জন্ম দিয়েছে। বিশ্বব্যাপী মুসলিম বিশ্বে এ নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে। একই প্রতিবাদে আমরাও আজ এখানে সমবেত হয়েছি। এসময় বক্তারা পবিত্র কোরআন অবমাননার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সুইডেন সরকারের প্রতি আহ্বান জানান ও সেই সঙ্গে দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশে সুইডেনের সকল পণ্য বর্জনের দাবি জানো হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

পবিত্র কোরআন পুড়ানোর প্রতিবাদে গাংনীতে বিক্ষোভ

আপলোড টাইম : ১২:০০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
সম্প্রতি সুইডেনের স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে কট্টরপন্থী এক ব্যক্তি পবিত্র কোরআন পুড়িয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবশে করেছে বাংলাদেশের জাতীয় ইমাম সমিতি মেহেরপুরের গাংনী উপজেলা শাখা। গতকাল শুক্রবার জুম্মা নামাজ শেষে গাংনীতে এ বিক্ষোভ সমাবশে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের জাতীয় ইমাম সমিতির গাংনী শাখার সভাপতি হাজী আলফাজ উদ্দীনের সভাপতিত্বে সমাবশে বক্তব্য দেন গাংনী বাজার জামে মসজিদের ইমাম রুহুল আমিন, উপজেলা জামে মসজিদের ইমাম ইলিয়াস হোসেন, মাদ্রাসা মসজিদের ইমাম সাইফুল্লাহ, গাংনী বাজার কমিটির সভাপতি শাওন আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা প্রমুখ।
বক্তারা বলেন, ‘সম্প্রতি সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। মুসলিম হিসেবে এ ঘটনা আমাদের মধ্যে তীব্র ঘৃণা ও ক্ষোভের জন্ম দিয়েছে। বিশ্বব্যাপী মুসলিম বিশ্বে এ নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে। একই প্রতিবাদে আমরাও আজ এখানে সমবেত হয়েছি। এসময় বক্তারা পবিত্র কোরআন অবমাননার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সুইডেন সরকারের প্রতি আহ্বান জানান ও সেই সঙ্গে দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশে সুইডেনের সকল পণ্য বর্জনের দাবি জানো হয়।