ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে বহিস্কৃত ৪ নেতাকে আবারো দলে ফিরিয়ে নিলো আ. লীগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:১৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩
  • / ২১ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
মেহেরপুরের গাংনী উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে দলকে উপেক্ষা করে নির্বাচনে অংশ নেয়ায় অপরাধে দলের ৩জন নেতাকে স্থানীয় আওয়ামী লীগের সুপারিশে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে বহিষ্কার করা হয়েছিল। এরা হলেন-গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান রানা, ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যুবলীগ নেতা আনোয়ার হোসেন পাশা এবং সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল আহমেদ। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর বহিষ্কৃত ২ নেতাকে আবারো দলে ফিরিয়ে নিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ি সংগঠনের গণতন্ত্রের ১৭ (৬) এবং ৪৭ (২) ধারা মোতাবেক দলের কার্যনির্বাহী সংসদের নিকট ক্ষমা প্রার্থনার আবেদন করেন মিজানুর রহমান রানা ও আনোয়ার হোসেন পাশা। বিষয়টি পর্যালোচনা শেষে দলীয় সংগঠনের স্বার্থে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে ৩জনকে ক্ষমা করে আবারো দলে ফিরিয়ে নিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

এদিকে, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে সাধারণ ক্ষমা পেয়েছেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান মো. আমাম হোসেন মিলু। তিনি মুজিবনগর উপজেলার ৪নম্বর মহাজনপুর ইউনিয়ন পরিষদের গত নির্বাচনে নৌকার বিপক্ষে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করেন। এর ফলে আওয়ামী লীগের কমিটি থেকে তাকে অব্যহতি দেওয়া হয়। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের গঠনতন্ত্রের ১৭(৬) এবং ৪৭(২) ধারা মোতাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট সাধারণ ক্ষমা চেয়ে লিখিত আবেদন করেন আমাম হোসেন মিলু। তার আবদেন পর্যালোচনা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি সাক্ষরিত চিঠিতে আমাম হোসেন মিলুকে সাধারণ ক্ষমা করা হয়েছে।

এদিকে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কাছে ক্ষমা চাইলে ও ভবিষ্যতে সংগঠনের গঠনতন্ত্র, নীতি ও আদর্শ পরিপন্থী কোন কার্যকলাপে সম্পৃক্ত না হওয়ার মর্মে লিখিত অঙ্গীকার করলে তাকে সাধারণ ক্ষমা করা হয়। সাধারণ ক্ষমা পাওয়ায় গতকাল বৃহস্পতিবার বিকেলে ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু কোমরপুর বাজার থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি আমাম হোসেন মিলুর নেতৃত্বে ইউনিয়ের বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে স্বাধীনতার সূতিকাগার ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননে স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।

এসময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিনারুল ইসলাম, হায়দার আলী, মুনসুর আলী, বাশার বিশ্বাস, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জয়নাল আবেদীন, সপন আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি মিঠু, উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুরে বহিস্কৃত ৪ নেতাকে আবারো দলে ফিরিয়ে নিলো আ. লীগ

আপলোড টাইম : ০৮:১৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩

সমীকরণ প্রতিবেদন:
মেহেরপুরের গাংনী উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে দলকে উপেক্ষা করে নির্বাচনে অংশ নেয়ায় অপরাধে দলের ৩জন নেতাকে স্থানীয় আওয়ামী লীগের সুপারিশে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে বহিষ্কার করা হয়েছিল। এরা হলেন-গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান রানা, ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যুবলীগ নেতা আনোয়ার হোসেন পাশা এবং সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল আহমেদ। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর বহিষ্কৃত ২ নেতাকে আবারো দলে ফিরিয়ে নিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ি সংগঠনের গণতন্ত্রের ১৭ (৬) এবং ৪৭ (২) ধারা মোতাবেক দলের কার্যনির্বাহী সংসদের নিকট ক্ষমা প্রার্থনার আবেদন করেন মিজানুর রহমান রানা ও আনোয়ার হোসেন পাশা। বিষয়টি পর্যালোচনা শেষে দলীয় সংগঠনের স্বার্থে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে ৩জনকে ক্ষমা করে আবারো দলে ফিরিয়ে নিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

এদিকে, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে সাধারণ ক্ষমা পেয়েছেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান মো. আমাম হোসেন মিলু। তিনি মুজিবনগর উপজেলার ৪নম্বর মহাজনপুর ইউনিয়ন পরিষদের গত নির্বাচনে নৌকার বিপক্ষে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করেন। এর ফলে আওয়ামী লীগের কমিটি থেকে তাকে অব্যহতি দেওয়া হয়। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের গঠনতন্ত্রের ১৭(৬) এবং ৪৭(২) ধারা মোতাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট সাধারণ ক্ষমা চেয়ে লিখিত আবেদন করেন আমাম হোসেন মিলু। তার আবদেন পর্যালোচনা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি সাক্ষরিত চিঠিতে আমাম হোসেন মিলুকে সাধারণ ক্ষমা করা হয়েছে।

এদিকে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কাছে ক্ষমা চাইলে ও ভবিষ্যতে সংগঠনের গঠনতন্ত্র, নীতি ও আদর্শ পরিপন্থী কোন কার্যকলাপে সম্পৃক্ত না হওয়ার মর্মে লিখিত অঙ্গীকার করলে তাকে সাধারণ ক্ষমা করা হয়। সাধারণ ক্ষমা পাওয়ায় গতকাল বৃহস্পতিবার বিকেলে ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু কোমরপুর বাজার থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি আমাম হোসেন মিলুর নেতৃত্বে ইউনিয়ের বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে স্বাধীনতার সূতিকাগার ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননে স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।

এসময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিনারুল ইসলাম, হায়দার আলী, মুনসুর আলী, বাশার বিশ্বাস, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জয়নাল আবেদীন, সপন আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি মিঠু, উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।