ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরের আমদহ ইউনিয়নের তফসিল ঘোষণা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩
  • / ২৮ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
সীমানা জটিলতার অবসান ঘটিয়ে দীর্ঘ ১২ বছর পর মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ওলিউল্লাহ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি, পরদিন ২০ ফেব্রুয়ারি মনোনয়ন বাছাইয়ের তারিখ, ২৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রতাহারের শেষ দিন এবং ২৮ ফেব্রুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১৬ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে এই ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০১১ সালের ৯ জুন শেষবারের মতো আমদহ ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়। একই বছরের ২৮ জুলাই ওই নির্বাচনে বিজয়ী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সে অনুযায়ী ২০১৬ সালের ২৭ জুলাই এ পরিষদের মেয়াদ শেষ হয়। ওই সময় দেশের অন্য পৌরসভা ও ইউনিয়ন পরিষদে নির্বাচন হলেও সীমানা জটিলতা দেখিয়ে মেহেরপুর পৌরসভা ও আমদহ ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা স্থগিত রাখে নির্বাচন কমিশন। পরে বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলনের মুখে ২০১৭ সালের ২৩ ও ২৫ এপ্রিল আমদহ ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ওই বছরের ২৫ এপ্রিল মেহেরপুর পৌরসভার নির্বাচন হলেও আমদহ ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়।
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ওলিউল্লাহ বলেন, এই ইউনিয়ন পরিষদের নির্বাচন ইভিএম-এর মাধ্যমে হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আমরা ইভিএম-এর জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করছি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুরের আমদহ ইউনিয়নের তফসিল ঘোষণা

আপলোড টাইম : ০৮:৪৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩

সমীকরণ প্রতিবেদন:
সীমানা জটিলতার অবসান ঘটিয়ে দীর্ঘ ১২ বছর পর মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ওলিউল্লাহ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি, পরদিন ২০ ফেব্রুয়ারি মনোনয়ন বাছাইয়ের তারিখ, ২৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রতাহারের শেষ দিন এবং ২৮ ফেব্রুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১৬ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে এই ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০১১ সালের ৯ জুন শেষবারের মতো আমদহ ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়। একই বছরের ২৮ জুলাই ওই নির্বাচনে বিজয়ী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সে অনুযায়ী ২০১৬ সালের ২৭ জুলাই এ পরিষদের মেয়াদ শেষ হয়। ওই সময় দেশের অন্য পৌরসভা ও ইউনিয়ন পরিষদে নির্বাচন হলেও সীমানা জটিলতা দেখিয়ে মেহেরপুর পৌরসভা ও আমদহ ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা স্থগিত রাখে নির্বাচন কমিশন। পরে বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলনের মুখে ২০১৭ সালের ২৩ ও ২৫ এপ্রিল আমদহ ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ওই বছরের ২৫ এপ্রিল মেহেরপুর পৌরসভার নির্বাচন হলেও আমদহ ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়।
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ওলিউল্লাহ বলেন, এই ইউনিয়ন পরিষদের নির্বাচন ইভিএম-এর মাধ্যমে হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আমরা ইভিএম-এর জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করছি।